পাতা:সতুর মা.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা যাহাকে নিকটে চাহে, কঠিন ধরার নিষ্ঠুর শাসনে সেই गडू छांशत्र निकले श्शङ नून भक्लिाउाछ,-यङ३ जून যাইতেছে ততই সতুর মায় তাহার অন্তরটাকে নিবিড় ভাবে বেষ্টন করিয়া ধরিতেছে, কোথাও একটু ফাক রাখিতেছে না।" জগতে যেন আর সকলের অস্তিত্ব নবদুর্গ ভুলিয়াছে ; বুঝি এক সতু ভিন্ন আর কেহ বা কিছু তাহার চিন্তনীয় বা দৰ্শণীয় নাই। কিন্তু হায়! এই नङ्कहे कि उांशत्र ? जडून डैशबई कि उांशद्र (कॉन দাবি দাওয়া, কি কোন জোর আছে ? না, কিছু না, কিছু ন—তাহা যদি থাকিত, শক্তিহীন শ্রান্ত চরণদুটি তাহাকে সতুর বক্ষ পর্যন্ত লইয়া যাইতে অসমর্থ হইলে, সে যখন তাহার সত্যুর গমনাগমন পথে প্রবল দর্শনাকাঙ্ক্ষা লইয়া বসিয়া থাকে, সতু তাহার দিকে লক্ষ্য মাত্র না করিয়া, আপন মনে, আপন কাজে চলিয়া যাইতে পারিত না। সতুর মা আর কেন দিনে দশবার তাহার শয়নকক্ষের দ্বারে আসিয়া দাড়ায় না ?—র্তাহার আহার স্থলে আসিয়া বসে না—এ প্রশ্ন না করিয়া সে থাকিতেই পারিত না । কিন্তু সতুর মা আর সে পূর্বের সতুর মা নাই, তাহার নিরলস কৰ্ম্মনিপুণ হস্ত পদ এখন অলস অকৰ্ম্মণ্য, সে এখন শক্তি, স্মৃতি, বুদ্ধিবিবেচনা হীন, শক্রর কৌশলে হতশ্রদ্ধ