পাতা:সতুর মা.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা অভাগী নবদুর্গা এখন রাজেন্দ্রের লক্ষ্যের বাহিরে, সে স্বাস্থ্য বা অস্বাস্থ্য ভোগ করুক, জীবন বা মরণ লাভ করুক, পুলকপ্রফুল্ল বা অশ্রুজলে লুষ্ঠিত হউক—মানে, সন্ত্রমে, জ্ঞানে, গরিমায় উন্নত ডেপুটীবাবুর তাহাতে কিছু আসে যায় না। র্তাহার সময় অমূল্য, কৰ্ম্ম অগাধ ; কোন ছোটখাট খুটিনাটি বিষয়ে লক্ষ্য রাখিবার অবসর তাহার নাই। আশ্রিত লোকজনের সুখস্বাচ্ছন্দ্যের দিকে দৃষ্টি রাখিবার, রোগ-বালাইয়ের প্রতিকার করিবার ভার, ম্যানেজার গাঙ্গুলী মহাশয়, ছেলেদের দিদিমা স্বয়ং কত্রী ঠাকুরাণী এবং পত্নী রতনবালার উপর ন্যস্ত করিয়া তিনি নিশ্চিন্ত । এদিকে, ডেপুটিবাৰু যখন বাহিরের কাজে ব্যস্ত,— ডেপুটিবাবুর শ্বশ্ৰঠাকুরাণী তখন কন্যার সংসারে আপন অধিকার ও দৃঢ়কর্তৃত্ব অক্ষুঃ করিবার নিমিত্ত পুরাতন দাস দাসী পাচক পাচিকাদের সকলকেই একে একে বিদায় দিয়া, তৎস্থানে নূতন নিযুক্ত করিয়া,—র্তাহার সংসারে প্রতিষ্ঠালাভের প্রতিদ্বন্দ্বিনী সতুর মাকে বিদায় করিবার বন্দোলস্তটা পাকা করিতেছিলেন। সতুর মা,—হোক সে বৃদ্ধ, করুক সে রোগ ভোগ, থাকুক সে র্তাহার অধীনে,—তবু পুরাতন লোক, তাহার অন্যায় অত্যাচার (t२