পাতা:সতুর মা.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । নবদুর্গ শুনিল তাহাকে কাশী পাঠাইবার ব্যবস্থা হইতেছে। বার্তার প্রিয় দাসী বেশ গুছান কথায় বলিয়া গেল,—সতুর মা শিগগীর তোমার জিনিস পত্তর গুচিয়ে নাও ; বাবু তোমায় কাশী পাঠাবেন! পূণ্যের শরীর সতুর মা তোমার ; তাই এই বুড়ে বয়সে না চাইতে না যাচতে বাবু নিজেই তোমায় কাশীবাস কত্তে পাঠাচ্চেন। সকলের আগে সে যে এ সুসংবাদটা দিতে আসিয়াছে, সেজন্য সতুর মায়ের কাছে সন্দেশ খাইবার প্রস্তাবটা করিতেও ভূলিল না। হরি হরি একি আনন্দ সংবাদ ? সতুকে ছাড়িয়া, তাহাকে নয়নান্তরালে রাখিয়া কাশীবাস করিতে হইবে, সতুর মায়ের পক্ষে কি এ শুভ সংবাদ ? মুহূৰ্ত্তে নবদুর্গ অন্ধকার দেখিল ; লতুকে দূরে রাখিয়া, তাহাকে কাশীবাস করিতে হইবে ? হায় ! হায়! ইহা অপেক্ষ যে তার মরণ ভাল ছিল। পৃথিবীতে এমন কোন স্থান তাহার আকাঙিক্ষত নাই, যেখানে তাহার সর্বস্বধন সতুর মুখ দেখিতে পাইবে না। (to