পাতা:সতুর মা.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা নবদুর্গ বুঝিল । ৰুঝিল, তাহার প্রতি রাজেন্দ্রের অনাদর অবজ্ঞা এইবার চরমে উঠিয়াছে। তাহাকে পুণ্যার্থে কাশী পাঠান নয়, ইহা তাহার সুখের সংসার হইতে হতভাগিনীকে নির্বাসনের কৌশল ! বহুক্ষণ চিন্তামগ্ন থাকিয়া নবদুর্গ উঠিল ;–ইচ্ছা রাজেন্দ্রের সঙ্গে কথাবাৰ্ত্ত কহিয়া কাশীযাত্রা রহিত করা। কৃষ্ণপক্ষের অন্ধকার,—আকাশের এক প্রান্তে জমাট বাধা কাল মেঘ,—বাতাসটা এলোমেলে,—চতুর্দিক নিস্তব্ধ গম্ভীর। নবদুর্গা কম্পিত-পদে ধীরে ধীরে সোপান বাহিয়া রাজেন্দ্রের শয়ন কক্ষ অভিমুখে অগ্রসর হইতে লাগিল ৷ এলোমেলো বাতাসে তাহার হাতের আলোটা নিবিয়া গিয়াছিল, দুর্ভেদ্য অন্ধ-কারের মধ্য দিয়া, অতি সন্তপণে পদক্ষেপ করিতে করিতে, চিন্তিত মনে রাজেন্দ্রের শয়ন গৃহের দ্বারে আসিয়া, নবদুর্গা ডাকিল—“রাজেন্‌ ! রাজাবাবু!” ভিতর হইতে উত্তর আসিল—“কে ?” “আমি । আমি সতুর মা,—একবার দরজাটা খুলবে ?” গম্ভীরস্বরে রাজেন্দ্র উত্তর করিলেন “কি ? সতুর মা তুমি ? ওঃ জিগেস করতে এসেচ বুঝি, কাল কখন তোমায় যেতে হবে ? কাল সকাল দশটা পয়তাল্লিশ (to