পাতা:সতুর মা.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা আর যাতে যত্বের অভাব না হয় তুমিই তার বন্দোবস্ত কর।” স্ত্রীকে বলিলেন—“সতুর মাকে একটু দেখো, পুত্র কন্যাহীন অনাথ মানুষ, চিরদিন আমাদের সংসারে আছে মরণকালে যেন কোন কষ্ট না পায় সেদিকে দৃষ্টি রেখ।” ডাক্তার "আসিলেন, রোগীর রোগ পরীক্ষা করিয়া ঔষধ দিলেন, গাঙ্গুলি মহাশয় যথাসম্ভব সতর্কতার সহিত সেবার স্বন্দোবস্ত করিয়া দিলেন, কিন্তু নবদুর্গ সুমিষ্ট বচনে সবিনয়ে সে সকলের প্রত্যাখ্যান করিল। ঔষধ বিন্দুমাত্রও স্পর্শ করিল না ; একটা প্রাণীরও সেবা গ্রহণ করিল না, গৃহ শয্যা বসনাদির পরিবর্তন করিল না, কাহাকেও কোন কষ্ট বা মনোবেদন দিল না, অথচ কৌশলে ধীরভাবে আপন কৰ্ম্ম আপনি সম্পন্ন করিতে লাগিল—কাহাকেও জানিতে দিল না কতটা সে গ্রহণ করিল আর কি বা সে প্রত্যাখ্যান করিল। নবদুর্গা নীরবে প্রসন্নমুখে আপন রোগ যন্ত্রণ সহ করিতে করিতে একটি দিবসের প্রতীক্ষায় রছিল। . রাজেন্দ্র বাহির হইতে অন্যের নিকট প্রত্যহই তাহার ংবাদ লয়েন কিন্তু নিজে যে দিন তাহার গৃহদ্বারে আসিয়া, কোন দিন বা তাহার শয্যাপার্থে দাড়াইয়া তাহাকে জিজ্ঞাসা করেন, সে দিন সে হৃদয়ে শত স্বগের মুখ לפt