পাতা:সতুর মা.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা পৌঁছিয়া দিয়া আসিবে যে দ্বারবান, নিজের আহারাদি শেষ করিয়া, জিনিষপত্র গুছাইয়া যথাসময়ে আসিয়া হাজির, কিন্তু সতুর মা কই ? কোথায় ? সে ত যাত্রার কোন উদ্যোগ করে নাই, এমনকি সে এখন তাহার ঘরের দ্বার খুলিয়া বাহিরেও আসে নাই । J সতুর মাকে বিদায় করিবার আগ্রহ যাহার অধিক তাহার আজ্ঞাক্রমে এক জন পরিচারিকা তাহার খবর লইতে গেল। কিন্তু দ্বার অগলহীন দেখিয়া ভিতরে গিয়া শয্যার উপরে সতুর মায়ের জ্বর-তপ্ত চেতনাবিহীননিম্পন্দদেহ স্পর্শ করিয়া চমকিত হইল ! “এ কি ? সতুর মা ! সতুর মা ! তোমার কি জ্বর হয়েচে,—তুমি উঠতে পাচ্চনা ? সতুর মা ?” সতুরমার সাড়া মিলিল না, সে নীরব নিম্পদ জ্ঞানশূন্ত। দাসী এ সংবাদ লইয়া গৃহের বাহিরে আসিল । - রাজেন্দ্ৰ শুনিলেন সতুর মায়ের জ্বর হইয়াছে—জ্বর ভাল হইলে তাহার যাওয়া হইবে । সপ্তাহ পরে গাঙ্গুলি মহাশয়ের নিকট শুনিলেন, এখনও সতুর মা সুস্থ হয় নাই ব্যায়ারাম তাহার শক্ত, বিশেষ যত্ন ও চিকিৎসার আবশ্যক । রাজেন্দ্র হুকুম দিলেন—“যাহা কিছু আবশ্বক দিও С9е