পাতা:সতুর মা.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা পিণ্ড পাবার আশাতেই নিতান্ত বৃদ্ধবয়সে চতুর্থ পক্ষে আমায় বিবাহ করেছিলেন কিন্তু এ পর্য্যন্ত সতু তার পিতৃপুরুষকে এক গণ্ডুষ জল দিতে পারেনি ; বলবেন এইবার যেন সে পিতৃপুরুষকে এক গণ্ডুষ জল দেয়। তাকে আর আমার বলবার কিছু নেই। আর, আপনি ! আপনাকে আমি কি বলব, চিরদিন ধৰ্ম্মপ্রাণ বড় ভাই যেমন দুঃখিনী বোনকে সর্বদা রক্ষা করে, আপনি চিরজীবন তেমনি আমায় শত বিপদ আপদে রক্ষা করে এসেছেন, মরণমুহূর্বেও আপনার অসীম মেহের কাছে আমি ঋণা। আপনার কাছে আমার শেষ অনুরোধ—যে কটা দিন দেহে প্রাণ থাকে, সকলের ব্যবহার যদি অসহ্যও হয়—সতুকে আমার ছেড়ে যাবেন না, তাকে স্থপরামর্শ দেয় আপনি ভিন্ন এ সংসারে আর এখন দ্বিতীয় লোক নাই ।” কনিষ্ঠ ভগিনী যেমন জ্যেষ্ঠ ভ্রাতার চরণধুলি লয়— নবদুর্গা তেমনি শ্রদ্ধার সহিত বুদ্ধের চরণধুলি মস্তকে লইলেন। বৃদ্ধ আশীৰ্ব্বাদ করিবেন কি সেই মূহূর্তে র্তাহার শ্রদ্ধানত হৃদয় যেন এই পূতহাদয় নারীর চরণগুলির জন্য या5ों श्ल । গাঙ্গুলি মহাশয় সতুর মাকে গঙ্গাযাত্রা করাইতে পরামর্শ দিলেন। রাজেন্দ্রবাবু ইতস্ততঃ করিয়া বলিলেন—“আপনি ෆL