পাতা:সতুর মা.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা যা ভাল বোঝেন করুন ; আমি কিন্তু এ হাঙ্গামে থাকতে পারব না ; আমার হাতে এখন ঢের কাজ ।” নিকটেই একজন ভূত্য উপস্থিত ছিল অল্পক্ষণের মধ্যেই কথাটা সে চতুৰ্দ্দিকে রাষ্ট্র করিয়া দিল । রাজেন্দ্রের পত্নী শুনিয়া বলিলেন—“সকলই স্বঃিছাড়া কথা, শুনলে হাড় জ্বলে, চাকরাণীকে আবার কে কোথায় গঙ্গাযাত্রা করায় ?” - শাশুড়ি একটু চাপা হাসি হাসিয়া বলিলেন—“তাহলে এখন গঙ্গাযাত্রা করাও ; মলে বৃষোৎসর্গ করে ; মা খুড়ি মলে যেমন করে থাকে।” ঠাট্টা বিক্ৰপে ব্যতিবস্ত হইয়া রাজেন্দ্র গাঙ্গুলি মহাশয়কে বললেন—“থাকগে আর গঙ্গাযাত্রা করায় না, অনেক দিন রয়েচে, আপনার লোকের মত হয়ে গিয়েচে, মরে গেলে জন কয়েক ব্রাহ্মণকে খাইয়ে দেওয়া হবে, আর অনাথাশ্রমে মণ কতক চাল ডাল পাঠিয়ে দেওয়া হবে তাহলেই হল, আর বাড়াবাড়িতে কাজ নাই, লোক হাসবে ।” গাঙ্গুলি মহাশয় বৃদ্ধার দুৰ্গতি দেখিয়া আর স্থির থাকিতে পারিলেন না ; উদ্দেশে কর্তা মহাশয়ের নিকট মার্জনা ভিক্ষা করিয়া,—রাজেন্দ্রকে অন্তরালে ডাকিয়া সকল কথা পরিস্কার করিয়া বলিলেন । ©8