পাতা:সতুর মা.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা . বিস্ময়াভিভূত রাজেন্দ্র বললেন—“এতদিন বলেন নাই কেন ? ম্যানেজার সবিনয়ে জানাইলেন স্বৰ্গীয় কৰ্ত্ত মহাশয় তাম তুলসি গঙ্গাজল হস্তে দিয়া নারায়ণ সম্মুখে প্রতিজ্ঞা করাইয়া ছিলেন একথা তাহারা কখন কাহারও নিকট প্রকাশ করিতে পাইলেন না। রাজেন্দ্রের মূৰ্ত্তি গম্ভীর হইল। শত ধিক্কারে তাহার অন্তর পূর্ণ হইল। যাত্রার আয়োজনে বেশী বিলম্ব লাগিল না। আজ নবদুর্গার গঙ্গাযাত্রা ডেপুটমাজিষ্ট্রেটের জননীর অমুরূপই হইল। অগ্রে পশ্চাতে দু'টি সংকীৰ্ত্তনের দল মধুর হরিনাম কীৰ্ত্তন করিতে করিতে চলিল। দৃঢ় আদেশে নির্বাক স্তম্ভিত পুত্ৰগণের সহিত রাজেন্দ্র তাহারই মধ্য দিয়া নবদুর্গার পুষ্পমালা-শোভিত খাট বহন করিয়া চলিলেন ! দরিদ্রকে বিতরণের অর্থ লইয়া আনন্দাশ্রলোচনে বুদ্ধ গাঙ্গুলি মহাশয় তাহার অনুসরণ করিলেন। - সংকীৰ্ত্তনের সাড়া পাইয়া অগণিত বালক বৃদ্ধ যুব পথের জনতা বৃদ্ধি করিয়া সঙ্গে সঙ্গে চলিল। প্রতিবেশীদের মধ্যে যাহার কর্ণে এ মধুর হরিধ্বনি প্রবেশ b(t