পাতা:সতুর মা.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা চির স্নেহময়ী নবদুর্গাকে আজ জীবনের অন্তিমক্ষণে আপন গর্ভধারিণী জননী বলিয়া জানিতে পারিয়া রাজেন্দ্র উন্মত্তপ্রায় হইলেন ; সতী শিরোমণি সাবিত্রী যেমন অপূর্ব কৌশলে কৃতান্তকে . পরাজিত করিয়া একদিন পতির জীবন ফিরাইয়াছিলেন, তেমনি প্রাণান্তপণে তিনি আজ র্তাহার জননীকে একবার জীবনে ফিরাইতে চাহিলেন । কত শত অনাথ অভাগা যাহার দ্বারে আসিয়া সৌভাগ্যের মুখ দেখিতে পায়, চঞ্চল লক্ষী যাহার গৃহে অঞ্চল, স্থখ শান্তি নিরন্তর র্যাহার সেবায় নিযুক্ত সেই ভাগাবানের জননীই না আজ মুহূৰ্ত্ত পূর্বে নিতান্ত দীনহীনার মত জগতের নিকট চিরবিদায় লইতেছিল ! হায় ! হায় ! এ অসহনীয় চিন্তা রাজেন্দ্রকে যেন দগ্ধ করিতে লাগিল, ক্ষোভে অনুতাপে তাহার হৃদয় বিদীর্ণ প্রায় হইল । দুঃখিনী জননীর বহু বৎসরের বহু অপমান লাঞ্ছনা স্মরণ করিয়া তাহার চক্ষু ফাটিয়া অশ্রুরূপে যেন রক্তধারা ঝরিতে লাগিল । মুমূর্য, জননীর তুষার শীতল চরণে মস্তক রাখিয় ভগ্নকণ্ঠে রাজেন্দ্র তাহার অজানিত অপরাধের জন্য ক্ষমা চাহিলেন । মৃত্যুশয্য-শায়িতা নবদুর্গ একবার শিহরিয়া উঠিলেন, অৰ্দ্ধস্ফুটম্বরে বলিলেন—“তবে সতু আমার সকলি ۹ او)