পাতা:সতুর মা.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সতুর মা জানিয়াছে ? হে নারায়ণ | প্রতিজ্ঞাভঙ্গের পাপ ত আমার জীবনের শেষক্ষণে স্পর্শ করিল না ?” গাঙ্গুলি মহাশয় তাহাকে অভয় দিয়া বলিলেন— “নিষ্পাপ তুমি, তোমার কোন ভয় নেই ; এ দারুণ সত্য প্রকাশে যদি প্রতিজ্ঞাভঙ্গের পাপ হয়ে থাকে, সে আমার, সে আমার ! আমি হাসিমুখে এর শাস্তি গ্রহণ করব ।” নবদুর্গার হৃদয়ে একপ্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত হর্ষের বিদ্যুৎ থেলিয়া গেল। শক্তিহীন অবশদেহে সর্ববান্তঃকরণের শক্তি দিয়া, তুষার শীতল হস্তে আকুল আগ্রহে রাজেন্দ্রকে বক্ষের উপর টানিয়া লইয়া নবদুর্গ বলিলেন—“তবে একবার তোর এ দুঃখিনী-মাকে মা বলে ডেকে আমার চিরজন্মের সাধ পূর্ণ কর, দে বাবা এ অস্তিমে মুখে একটু গঙ্গাজল দে, সতু রে কাছে আয় একবার প্রাণভরে তোকে দেখে নিই, ‘আমার ছেলে’ বলে একবার নির্ভয়ে ডেকে নিই।” পরম যত্নে জননীর শুষ্ক কণ্ঠে বেদানার রস ও গঙ্গাজল দিতে দিতে বালকের মত কাদিয়া রাজেন্দ্র ডাকিলেন— “মা”—“মা”—“আমার জন্ম দুঃখিনী মা”—ক্ষীণকণ্ঠে নবদুর্গা উত্তর দিলেন—“সতু বাপ আমার!” আসন্নমৃতার নয়নদ্বয় হইতে দরবিগলিত-ধারায় অশ্রু ساوه