পাতা:সতুর মা.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা এই গল্পগুচ্ছের লেখিকার সহিত সাময়িক পত্রের পাঠকপাঠিকাগণের কিছু কিছু পরিচয় আছে। র্তাহার লেখার ভিতর এরূপ লক্ষণ সকল আছে যাহা দেখিয়া মনে হয়, এই স্বল্প পরিচয় ক্রমে বিস্তৃতি লাভ করিয়৷ খ্যাতিতে পরিণত হইৰে । আজকালকার ছোটগল্পলেখকগণের মধ্যে অনেকেই উচ্ছখলতার চিত্র অণকিতেই সিদ্ধহস্ত । কিন্তু উপস্থিত গ্রন্থকত্ৰী সংযমের চিত্র অর্গকিতেই ভালবাসেন, এবং অঙ্কনেও নিপুণতা আছে। গল্পগুলি পড়িলেই বুঝা যাইবে তাহার উদ্দেশু সাধু। আমাদের অন্তঃপুরের মা লক্ষ্মীরা যদি নিৰ্ব্বিশেষে সকল রকমের গল্পই গলাধঃকরণ না করিয়া এই শ্রেণীর গল্পের পক্ষপাতিনী হয়েন তাহা হইলে দেশের মঙ্গল হইবে এবং গল্পসাহিত্যের বিপথগামিনী গতি ও ক্রমে সুপথে ফিরিবে । ইংরাজী বাঙ্গালা অনেক গল্প পড়িয়াছি, কোন কোন স্থলে চক্ষের জলও ফেলিতে হইয়াছে, পরন্তু “সতুর মা” পাঠ করিতে বসিয়া স্থানে স্থানে বিশেষ শেষকালে যে ভাবে অশ্রু বিসর্জন করিতে হইল তাহ এক নূতন ੋਂ । সাধারণ ভাবের ঘটনাবলী অবলম্বন করিয়া কল্পনার সাহায্যে ' সাধ্যমত সাজাইয়া আজকাল অনেকেই গল্প লিখিতেছেন, কিন্তু

  • ইতোপূৰ্ব্বে লেখিকার গল্প ও প্রবন্ধ এবং জাহার প্রথম পুস্তক “প্রয়াগ প্রবাসিনী" এই ছদ্ম নামে প্রকাশিত হইয়াছিল। লেখকলেখিকাগণের ছদ্মনামে সাহিত্যক্ষেত্রে অবতরণ করার প্রথা नूठन,ारश् |-5, cनन ।