পাতা:সতুর মা.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] Tসতুর মা’র জীবন গ্রন্থ কে প্রণালীতে লেখা হইয়াছে তাহার অভিনবৰ অতি উপাদেয়। “সতুর মা"কে বা "বীণার বিবাহ”* যে তুলিতে আঁকা হইয়াtছ সে তুলি নিপুণতার সহিত ব্যবহার করা ঘেসে চিত্রকরের কাজ নয়। শেষকালে যে রংটুকু ফলান হইয়াছে তাহ অতি মুনার, অতি উজ্জ্বল এবং করুণরসাত্মক হইয়াও অতীব মধুর। ঐ তুলিতে পুষ্পচন্দন বর্ষিত হউক। অন্তগল্পগুলিও বেশ মুখপাঠ্য। “সতুর মা” পড়িয়া যে টুকু আনন্দ ও উন্নতি লাভ করিলাম, তদ্বিনিময়ে লেখিকাকে আমি কি দিতে পারি জানি না ; তিনি আমার কন্যাস্থানীয়া ; আশীৰ্ব্বাদ করি তাহার প্রশস্ত হৃদয়খানি আরও প্রশস্ত হইয়া বিশ্বপ্রেমে পরিপ্লুত হউক—দীর্ঘ জীবন লাভ করতঃ জ্ঞান ধৰ্ম্মে উন্নত চষ্টয়া তিনি সমাজের কল্যাণ সাধনে যত্ন করিডে থাকুন। কলিকাতা | শ্ৰীচন্দ্রশেখর সেন। ৩রা মার্চ ১৯১৮ । 2k "বীণার বিবাহ" ১৩১৬ সালের "সুপ্রভাত" পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। ঐ বৎসরের “বঙ্গ সাহিত্যের বিবরণ" লেখক মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষৎ পত্রিকার লিখিয়াছিলেন যে, এ বৎসরের মধ্যে যতগুলি ছোট গল্প বাহির হইয়াছে তন্মধ্যে এই গল্পটিই সৰ্ব্বোৎকৃষ্ট –প্রকাশক ।