পাতা:সতুর মা.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে করেন না, এখন হইতে তাহাকে একলা দূরে ফেলিয়া রাখিতে হইবে। কি করিয়া যে মায়ের দিন কাটিবে তাহা বুঝিতে কাহারে বাকি রহিল না, তবু অঞ্চলে অশ্রু মার্জন করিয়া বড় আশায় বুক বাধিয়া যোগমায়া তাহার নয়ন-মণিকে নয়নান্তরালে পাঠাইলেন । চিন্তাকে স্কুলে ভৰ্ত্তি করিয়া তাহার পিতা যখন গ্রামে ফিরিয়া আসিলেন আনন্দে উৎসাহে তাহার বুক যেন দশ হাত ; চিন্তার মা ও দিদিদের মনে অজস্র আশা অসীম আনন্দ । প্রথম বৎসর চিন্তা পূজার ছুটতে বাড়ী আসিল। সম্বৎসর পরে নয়ন-মণিকে নয়নে দেখিয়া যোগমায়া পুত্রকে কোলে বসাইয় তাহার মস্তক আনন্দাশ্রুসিক্ত করিলেন। অন্তরের সমস্ত স্নেহ নয়নে পুঞ্জীভূত করিয়া দিদির ছোট ভাইটিকে দেখিলেন। তাহাকে কাছে বসাইয়া প্রশংসাপূর্ণ-নেত্ৰে সাগ্রহে তাহার মুখে তাহদের স্কুলের প্রতি কথা প্রত্যেক ঘটনার কথা প্রশ্নের পর প্রশ্ন করিয়া শুনিলেন, তাহার বই কয়খানি শ্লেট পেন্সলগুলি একবার নহে দশবার করিয়া নাড়িয়া চড়িয়া দেখিলেন, আর সে সকলের অধিকারীকে মনে মনে অজস্র আশীৰ্ববাদ করিলেন। סף