পাতা:সতুর মা.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে পাঠশালে এ দুর্দান্ত শিশুর আগমনমাত্রে পুরাকালের শাস্তির স্মৃতিগুলি অনুগত ভূত্যের মত একে একে গুরু মহাশয়ের শরণাগত হইল। কিন্তু সে সকলের বিশেষ আবশ্যক হইল না ! পাঠশালার পাঠ স্বল্পদিনেই সমাপ্ত করিয়া চিন্তা গ্রামের স্কুলে গিয়া ভৰ্ত্তি হইল এবং যথাকালে তথাকার শিক্ষা সমাপ্ত করিয়া পিতা-মাতার আনন্দ বৰ্দ্ধন করিয়া চিন্ত ইংরেজ-স্কুলে ভৰ্ত্তি হইবার অপেক্ষা করিতে লাগিল। কারণ, চিন্তার পিতার আর্থিক অবস্থা নিতান্ত হীন, কলিকাতার স্কুল-মেসের খরচ নিয়মিত যোগানো অসম্ভব, তবু তাহারা স্বামী-স্ত্রীতে পরামর্শ করিয়া যথাসম্ভব সংসারের অন্যান্য ব্যয় সঙ্কোচ করিয়া পুত্রের স্কুলের মাহিনা খাই-খরচ ইত্যাদির জোগাড় করিয়া তাহাকে কলিকাতার ইংরাজী স্কুলে পাঠাইতে দৃঢ়প্রতিজ্ঞ হইলেন । চিন্তা যেদিন ধোপদস্ত ধুতিখানির উপর বকের পালকের মত ধবধবে সাদা কামিজ আর পায়ে চকচকে বানিসের চটি পরিয়া ছোট একটি পুটুলিতে নিজের আবশ্যকমত জিনিষগুলি বাধিয়া লইয়। পিতার সহিত কলিকাতায় গেল, এই দরিদ্র পরিবারের সেদিনকার আনন্দ বর্ণনাতীত। যে চিন্তাহরণকে চোখের আড়াল १२