পাতা:সতুর মা.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে আমারই আছে, আজ না হয় দুদিন পরে দেখব। টাকা তো নেই যে, নিজে গিয়ে দেখে আসবে, সে নাইবা এল, আমাদের কি আর যেতে নেই ?—তা সে টাকা কই এখন ?” যোগমায়ার অন্তর হইতে কে যেন বলিল, “তোর ভাবনা কি মা ? তুই তো রাজার মা !” যোগমায় নানা কথায় মনকে প্রবোধ দিয়া পুত্রের আদর্শনকষ্ট ভুলিবার চেষ্টা করিতে লাগিলেন। দিদিরা ভ্রাতৃদ্বিতীয়ায় ভাইয়ের অনুপস্থিতি-হেতু দেওয়ালের গায়ে ফোট দিয়া উদ্দেশে আশীর্ববাদ করিয়া মনে মনে হরির পায়ে মাথা খুড়িয়া বলিল,—“হরি বঁচিয়ে রাখ, এক ভাই আমার সহস্ৰ হোক, স্বনাম মুখ্যাতিতে দেশ পূরুক, ছোট ভাইটি হতে আমার বাপের বংশ উজ্জ্বল হোক ৷” যাহা হউক, সুখ, দুঃখ আশা-নিরাশার মধ্য দিয়া আরো একবৎসর কাটিয়া গেল। চিন্তার পিতার নিকট পত্র আসিল, এবারও চিন্তা পরীক্ষা পাশ করিয়া পরবত্তী শ্রেণীতে পাঠ আরম্ভ করিয়াছে। নূতন পড়ার বন্দোবস্তেই ছুটা ফুরাইল, আর দেশে যাইবার সুবিধা হইয়া উঠিল না ! আগামী ছুটতে নিশ্চয় যাইবে । ছেলে আবার পাশ করিয়াছে, কিন্তু বাড়ী আসিতে পারিল না, এই আনন্দ ও দুঃখে যোগমায়া হাসিয়া কাদিয়া bペ