পাতা:সতুর মা.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে অস্থির হইল। পাড়ার ছেলে-মেয়েদের ডাকিয়া তুলসীতলায় হরির লুট দিল ; দেবালয়ে-দেবালয়ে যথাসাধ্য পূজা দিয়া আসিল । কিন্তু সেইদিন গ্রামের মধু সর্দার চিন্তার পিতাকে বাহিরে ডাকিয়া চুপি চুপি কি বলিয় গেল, তিনি সহসা অস্বাভাবিক গম্ভীর হইয়া উঠিলেন। র্তাহার কপালের শিরাগুলি ফুলিয়া উঠিল, ভ্র কুঞ্চিত হইল, নিশ্বাস জোরে বহিতে লাগিল ! পরক্ষণেই আবার কোটরগত চক্ষু দুটি অশ্রশ্লাবিত হইল, কিন্তু সে অশ্রু ঝরিয়া পড়িবার আগেই আবার দারুণ ক্রোধের উত্তেজনায় সমস্ত শরীর কঁাপিয়া উঠিল। নয়নে অস্বাভাবিক ঔজ্জ্বল্য প্রকাশ পাইল । ওষ্টাধর কম্পিত হইতে লাগিল, ক্ষোভ বিস্ময় ও ক্রোধের উত্তেজনায় ক্ষণে ক্ষণে মুখের বর্ণ পরিবর্তিত হইতে লাগিল ! তিনি বহুকষ্টে মনোভাব সম্বরণ করিতে করিতে যোগমায়াকে ডাকিয়া বলিলেন, “গিন্নি, ঘর থেকে আমার চাদরখানা আর ছাতিটা দাও তো, আমায় একবার বাইরে যেতে হবে ।” te যোগমায়া রন্ধনশালা হইতে জিজ্ঞাসা করিলেন,— “কেন গা, কোথায় যেতে হবে এখন ? অস্ত্যমনস্কভাবে চিন্তার পিতা বলিলেন, “কলিকাতায় চিন্তার কাছে।” উত্তর শুনিয়াই যোগমায়ার বুকটা ধড়াস করিয়া উঠিল, br○