বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯২ ২৮ অষ্টাৰশতিতম অগুrায় । মাকিদোনের রাজা ফিলিপ প্রভূতির বিবরণ। মাক্তিদোন দেশ জানিী নগর ও য়ুনানীর অন্য ২ নগরহইতে অতি দুরবস্তু নয় ঐ দেশের প্রধান নগর ইদিলু ছিল, কিন্তু পেল ম্যুরে সিকন্দরের জন্মের পর তাহার পিতা ফিলিপ ঐ নারকে প্রধান করিলেন। ফিলিপের পিতার নাম আমিন্তা, ও তিনি মাকিদোন দেশের ষোড়শ রাজা ছিলেন। পৰ্ব্বেতে ঐ দেশের রাজা অাথিনী লোককে কর প্রদান করিতেন ; কিন্তু ফিল্লিপ্র ও তাহার পুত্র সিকন্দর রান্ধী হইয়া কর প্রদান না করিয়া বর-২ যুনানী ও আসিয়া ও আফুিকণ দেশহইতে কর গ্রহণ করিতেন । * ফিলিপ থিৰীয় দেশে পিলপিদার নিকটে নয় বৎসর বাস করিলেন । ঐ বাসসময়ে ইপামিনান্দার সমস্ত ব্যবহার ও নীতি দেখিয়। তাইণর ন্যায় জ্ঞানী ও তদনুকারী হইতে তিনি যত্নবান হইলেন। তিনি পিতার তৃতীয় পুত্র ছিলেন, ও তাহার জ্যেষ্ঠ . ও মধ্যম ভাত মৃত হইলে তিনি স্ব দেশে গমন করিলেন, এবণ২ রাজ্যেতে অভিষিক্ত হইলেন । তিনি সিপ২হাসনস্থ হইয়ণ প্রজাবর্গের হিত ও রক্ষণার্থে মহা যত্নবান হইলেন । সৈন্যগণের সুশিক্ষা ও যুদ্ধশুৈপুণ্যেতে মুহা মনোযোগ রাখিলেন, এবএকটা আশ্চর্য বাহ রচনা করিলেন ; যে বৃহদ্বারা সৈন্যগণ আত্ম রক্ষা পৰ্ব্বক পর সৈন্যকে জয় করিত । ছেণমর কবির এক কবিতার দ্বারা তিনি ঐ ব্যুহ রচনা শিক্ষা করিলেন। দেখ, বিজ্ঞ মানুষ যে কোন পুস্তক পাঠ করেন, তাহাতে জ্ঞানের বৃদ্ধি পান ।