বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

evరి সিকন্দরের জন্ম হইলে তাহার পিতা ফিলিপ গুণস দেশের ম্ভাগির নগরে জাত আরিস্তোতল নামে এক বিদ্বান মানুষের নিকটে এই সম্বাদ পাঠাইলেন,যে আমি আপন পুত্রের জন্মেতে অতিশয় আত্মাদিত হইয়াছি, অধিকন্তু তোমার সময়ে পুত্রের জন্ম প্রযুক্ত অতিশয় আমুদিত হইয়াম ; অতএব ভুমি ইহার গুরু হইবা । - - ফিলিপ রাজার সময়ে তৎকর্তৃক অনেকং যুদ্ধ হইল, ও অনেক দেশ প্রাপ্ত হইল । এক সময়ে তিনি অত্তিক দেশ জয়াথে যুদ্ধযাত্রা করিলেন ; কিন্তু অাথিনী লোক অনেক দিৱস পর্যন্ত তাহার সহিত উত্তম রূপে যুদ্ধ করিল ; কেনন। তাহারণ হিতবাদিদিগের বাক্যদ্বারা যুদ্ধেতে প্রবৃত্ত ছিল দিমস্তিনি নামে এক জন সম্বক্তা ফিলিপের প্রতি তাহাদের মন বিরুদ্ধ করিলেন, ও ফিলিপের অনেক নিন্দাও করিলেন । তদন্তুধি নিন্দ বাক্যকে ফিলিপীয় বাক্য বলা যায় । দিমস্তিনি সকল সদ্বক্তাপেক্ষ শ্রেষ্ঠছিলেন, ও পরম যত্নদ্বারা এই ক্ষমতা পাইলেন ; কেনন তদ্বিষয়ে প্রাচীন কথা আছে, যে তাহার উত্তম উচ্চারণ শক্তি ছিল না। তখন লোকদের বোধ হইয়াছিল, যে এই ব্যক্তি কদাচ সুৰক্ত হইবে না; কিন্তু তদ্বিবরণে তাহার পরিশুম ও অপৰেশের ফল ব্যক্ত আছে ; যে হেতু তিনি স্বীয় কদ্বদতা দূৰ্ব করিয়া অতি সুৰক্ত হইলেন। তিনি জানিলেন, যে অাথিনী লোকদের সুমন্ত্রি ব্যক্তিকে অতি প্রয়োজন, এব^ তাহার। সদ্বক্তগণের বাক্য শুৱণে সৰ্ব্বদা উৎসুক ; এই কারণে তিনি সদ্বক্তা ও সুমন্ত্রী হইতে চেষ্টা করিলেন । তিনি সমুদ্রতীরে যাইয়। তরঙ্গের কোলাহলের মধ্যে উচ্চৈঃস্বরে বাক্য কহিঁতেন । তাহাঁতে এই ফল যে অনেক লোকের