বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

לאל তাহাতে কোন ৰিষ সঙ্গক না থাকিলে কিঞ্চিৎ কাল ঐ ঔষধস্বারা সুস্থ হইলেন । তাছাতে সকলের পরমানন্দ হইল । । তিনি নিজ জননীর প্রতি ভক্তি ভাবে মহা সুেহ করিতেন ; এব- সহিষ্ণুতা ও নমুত পৰ্ব্বক তফার অনুযোগ বাক্য শ্রবণ করিতেন । এক সময়ে সিকদর দূর দেশে যাত্রা করিলে মাকিদোন রাজ্যেতে আণ্টিপাটর রাজ তাঁহার প্রতিনিধি রূপে ছিলেন। তৎকালে তিনি সিকুরের নিকটে এক বৃহৎ লিথন প্রেরণ করিলেন ; ঐ লিথনে তাচুরি মাতার বিষয়ে অনেক মন্দ কথু ছিল। তিনি ঐ লিপি পশষ্ট করিয়া হাস্য পূৰ্ব্বক কহিলেন যে আন্টিপাটর জানুেন না, যে আমার মাতার নয়নের এক বিন্দু জল ইহার দশ গুণ লিখন বিলুপ্ত করিবে । डिनि हचित्झाउँ cभाद्र নামে সাত হাত দীর্ঘ এক নৃপতিকে জয় করিলে ঐ রাজা তাহার নিকটে আঁনীত হইল। তাহাকে সিকন্দর জিজ্ঞাসা করিলেন, যে তোমার প্রতি আণমি কি রূপ ব্যবহার করিব তাহাতে তিনি উত্তর কুরিলেন, যে আপনি রাজাধিরাজ রূপে ব্যবহার করবেন । তাহাতে সিকদের সন্তুষ্ট হইয়া ত্বদীয় রাজ্য র্তাহাকেই সমপিত করি: লেন - পরে তাহার. সহিত তিনি সদ্ব্যবহার করিলেন E সিকন্দরের বিষয়ে অার নানা বিবরণ অাছে, কিন্তু সে সকল বিস্তারিত করিলে এই পুস্তকে অন্য কিছু প্রস্তাৰ লিখিত হইতে পারে না . সিকদর তেত্রিশ বৎসর বয়স্ক হইলে বাৰেল নগরে প্রাণ ভ্যাগ করিলেন, এব-২ তাহার মৃত্যুর পরে পশ্চাদ্বন্তী রাজার। তাহার অপরিমিত রাজ্যের বিভাগ করণার্থে পয়ল্লর বিৰাদ করিলেন । পরে তাহারণ তাহার শিষ্ঠ পুত্র ও মাত ও রক্লানা ও স্তাতিয়ণ নামে দুই ভাৰ্যাকে বধ করিলেন এব^যে ২