পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ই ই ( নানা দেশ এক রাজ্য ভূক্ত হইয়াছিল, অল্প দিনের মধ্যে সে সকল খণ্ড ২ হইয়। নানা রাজ্য ভুক্ত হইল । ৩২ জ্বলত্রিপশজমাণ্ডায় । লাষ্ট্ৰীয় লোৰকৰ্ডক রোমীয়দ্বিগের পরাজয় ৰবরণ। সিকন্দরের মৃত্যুর কিঞ্চিৎকাল পরে রোমায়ের পরাজিত হইয়া মহালজ্জিত ও বিপদগুস্ত হইল। তাহার সামুীয় সৈন্যের সহিত অনেক বৎসর যুদ্ধ করিয়া ছিল। এৰ^সিকন্দরের মৃত্যুর এক বৎসর পূৰ্ব্বে পাপিরিয় কর্সর নামে তাহদের প্রধানকৰ্ত্তাদ্বারা এক তুমুল যুদ্ধে জয়ী হইল ; কিন্তু তাহার পাঁচ বৎসরের পরে যুদ্ধান্তরে পরাস্ত হইলেন । । রেমি লোকদের বিতুরীয় ও পন্থময় নামে দুই সেনাপতি ছিলেন ; ও সামুীয় লোকদের কেয়পন্তীয় নামে এক সেনাপতি ছিলেন। ৰিপক্ষ বর্গের ছলেতে এক সঙ্কুচিত স্থলেতে রোমীয় সৈন্য হঠাৎ, রুদ্ধ হইল ; ঐ রূপ রুদ্ধ হইয় তাহারণ ন অগে যাইতে পারিল না পশ্চাৎ যাইতে পারিল, এৰণ না যুদ্ধ করিতে পারিল। ঐ সময়েতে বিপক্ষগণম্বারা চতুদিকে ভিৱিয়। থাকিল দেখ, বীরের এই রূপ দুৰ্দশাগুন্ত হইলে কেমন দুঃথের বিষয় হয় : হায় হায়! ষ্ট্রোমীয় সৈন্য আশ+ রহিত হইয় আপনাদের- রক্ষার্থে কোন ষত্ব করিল না । তখন তাহার বোধ করিল যে আপনাদের রক্ষা লাভ অলাধ্য ; কিন্তু তাহার। এমত বিবেচনা করিল না, যে সহিষ্ণুতা ও ধৈর্য্য ও সাহস ও বিক্রমরূপ উপায়দ্বারা অসাধ্য ও সিদ্ধ হইতে পারে। এই সকল উপায় থাকিলে প্রায় কোন বিষয় অসাধ্য নয় ।