পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鲁 লোককে অনেক কুেশ দিয়াছিলেন ; পরে সুফ নামে সমূল্লেতে মগ্ন হইয়। মরিলেন । মিসর লোক রাজীকে ফারে। বলিয়া থাকে, এই কারণ আমিনোফিকে কুরে বলা যায়, সিসোন্ত্রির পিতা ঐ সিসোন্ত্রিকে প্রধান করিবার নিমিত্তে যত্ত্ব পূর্বক সুশিক্ষা দিয়াছিলেন । তাছার পিত। এমত অজ্ঞা করিয়াছিলেন, যে মিসর, দেশেতে যষ্ঠ বালক সিসোন্ত্রির জন্মদিনে জন্মিয়াছে, তাহলে রাজধানীতে আসিয়া সিসোন্ত্রির সহিত শিক্ষা করুক ; তমহাতে ঐ রাজপুত্রের অনেক মিত্র হইল, এব^ তাহার . বয়ঃপ্রাপ্ত হইয়া তাহার নিপুণ বিশ্বম্ভ ও সেনাপতি ও মন্ত্রী হইল। ঐ রাজপুত্র ও তাহার সখীগণ কষ্টেতে প্রতিপালিত হইলেন, এর অশ্বেতে কিম্বা পাদচারেতে তাহার দিনে ২ দৌড় মণ করিলে আহাঁর পাইতেন না ; এৰ স্বত্র বিদ্যাতে সু লি: ক্ষিত হইলেন, ও ক্ষুধা তৃষ্ণ। সহনে সমর্থও হইলেন। যখন তাহারা বলবন্ত, হইলেন তখন অঞ্জন দেশের “ੜ੍ਹ গণের বিরুদ্ধে যুদ্ধ করিতে রাজকর্তৃক প্রেরিত হইলেন । সিসোন্ত্রি এই 'প্রকারে যুদ্ধাথে দূর দেশ গত হইলে তাহার পিতা মরিলেন। পরে তিনি রাজধানীতে আসিয়া তাঁৱৎ দেশ জুয় করিতে বাঞ্ছা করিলেন ; কিন্তু ঐ মহোম্বোগের পর্ক্সে তিনি ভলিং মন্ত্রিগণকে মনোনীত করিয়। প্রজা বর্ণের প্রতি অনুগ্রহ ও উপকার করিয়া রাজ্যে নিযুক্ত করিলেন । পরে তিনি নানা দেশ জয় করিলেন, ও নিজ দেশের নিমিত্ত্বে মেই ২ দেশের যে ২: উত্তম দ্রব্য, তাহাঁস-মুই করিয়া দেশের প্রতি আপন প্রভুত্ব স্থাপন করিলেন না। তিনি, অনেক ২ স্তম্ভ নির্মাণ করিয়া তাহাতে এই প্রকার লিখিলেন,