বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ " যে রাজগণের রাজা ও প্রভূগের প্রভূশিলোন্ত্রি নিজ ৰাহু t বীৰ্য্যেতে এই দেশ জয় করিয়াছিলেন । এই প্রকারে অশেষ দেশৃণজয় করিয়া তিনি নিজ রাজধানীতে আইলেন। পরে যে সময়েতে তিনি ও তাহার রাণী ও তাহার বালকেরানিদ্রাস্থিত ছিলেন, সেই রাত্রিতে তাহার এক দুষ্ট ভুতি ঐ রাজ থানীতে অগ্নি প্রধান করিয়া সকুল দগ্ধ করিল, কিন্তু তাহাতে t উাহারা সকলে রক্ষা পাইলেন । সিসোন্ত্রি আপিন দেশের স্থিভাথে ও বিদেশীয় ৰণণিজ্যার্থে নানা বৃহৎ খাল খনন করাইয়াছিলেন, এৰপ২ অfর ২ অনেক উপায়েত্বে প্রজা বর্গের হিত করিয়াছিলেন ; এই 'ुtद्भं । তাহার অহঙ্কারের প্রসঙ্গ করা দুঃখের বিষয় হয় । তিনি ক্লিজ বিজয় কীৰ্ত্তিতে প্রমাদ যুক্ত হইয়া সকল নৃপতি'ছইতে আপনাকেই শ্রেষ্ঠ ৰোধ করিয়া পরাজিত রাজগণ আসিয়া যে তাহাকে প্ৰণতি করে এমত আজ্ঞা করিলেন ; এৰ- অশ্বের প্রতিনিধিতে তাহাদিগকে আপনার রখেতে যোজনা করিয়া দেবমন্দিরে গ্রন্থান করিতেন এই সকলি অতি মিদার বিষয় । কিন্তু ইহাহইতেও অধিক কুকৰ্ম্ম করিয়াছিলেন, কেনন। তিনি বৃদ্ধ ও অন্ধ হইয়া আত্মঘাতী হইলেন। তাহার রাজ্যের সময়েতে সিক্ৰোপি নামে এক ব্যক্তি খ্রিসর দেশহইতে অনেক লোক সঙ্গে লইয়। য়ুনানী দেশে যাইয়া অভ্যাথিনী নগর পত্তন করিলেন, এৰ-২ তাহার যে ভাতা পূৰ্ব্বেতে তাহাকে হত্যা করিতে চেষ্টা করিয়াছিল, সে উক্লিন্ত দণ্ড প্রাপ্তিভয়েতে পলায়ন করিল ; এবণ২ অনেক ।। इंगङ्गा পর্যন্ত ভূমণ করিয়া শেবে আর্ণ নগরে যাইয়। তাহার অধিপতি হইল ঐ সময়েতে অর্থাৎ গ্রীষ্টের জন্মের