বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

భిe পারিতেন ; কিন্তু যুদ্ধৰিষয়ে অনুরাগ্রাধিক প্রযুক্ত তিনি শান্ত ভারে স্থির থাকিতে পারিতেন না। ঐ সময়েতে তারন্তীয়দের সহিত রোমি লোকদের যুদ্ধ হইতেছিল। তাহাতে সহায়তা প্রার্থনীতে তারন্তীয়ের পিহের, নিকটে এক দত্ত প্রেরণ করিয়া মিতি করিল। প্লিহারাজা স্বীকার করিয়া সসজ্জ হইতে লাগিলেন ৭ সেই সময়েতে শিনিয়া নামে এক সাধু ও বিজ্ঞ ব্যক্তি তাহনকে জিজ্ঞাস করিলেন, যে হে মহাশয়, আপনকার অভিপ্রায় কি ? তাহাতে, তিনি উত্তর করিলেন, যে সমুতি রোম নগরকে জয় করা, তাহাতেই তাৰও ইটালি দেশ অামাদিগের হুইৰে । অনন্তর শিনিয়ন কহিলেন, তৎপরে আপনি কি, করিবেন ? তিনি কহিলেন যে ক্টোম नंशद्ध अग्न করিলে আমি সমগু ইটালি দেশ জয় করিব পুনশ্চ শিনিয়া কহিলেন, ত্রে তাহার পরে আপনি কি করিবেন ? তিনি কহিলেন, যে আমি কাথাজ ও মাকিদোন ও আফুিক ও সমস্ত য়ুনানী দেশকে জয় করিব। শিনিয়া কহিলুেন, এই সমস্ত দেশ জয় করিয়া,পরে আপনি কি করিবেন 4 তিনি কহিলেন, আমরা স্ব দেশে থাকিয়া সুখসস্লোগ পূৰ্ব্বক কাল যাপন করিব। শিনিয়া কছিলেন, হায় হায়! হে মহাশয়, তৰে এই ক্ষণেই কেন আপনি সুখ সম্ভোগে জ্ব দেশে হালযাপন না করেন ? গৌরৱাকাৰুি পিহ রাজ শুিনিয়ার হিত বাক্য না শুনিয়া ইটালি দেশেতে গমন করিলেন। তথা উপস্থিত হইয়া অতি স্বরাতে এক যুদ্ধেতে জয়ী হইলেন। তাহার জয়ের কারণ এই, যে আপনার সৈন্যমধ্যে অনেক বৃহৎ ং হস্তী ছিল ; ঐ সকল ৰূহৎ মহম্ভী দেখিয়া রোমি. লোকদের জুরঙ্গগণ ত্ৰাসযুক্ত :হইয়া, পলাঞ্জন কন্ধিল । তথাপি পিছ রাজা রোমীয়দের