বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ల8 পর্যক্রম ও যুদ্ধনৈপুণ্য দেখিয়া চমৎকৃত হইলেন যে: হেতু ঐ সময়েতে য়ুনানীরা তাবদেশীয় লোককে অসভ্য ৰোধ করিল । তৎপরে রোমৗয়েরাও ঐ রূপ তাবদেশীয়কে রোধ করিল ৷ ঐ সময়ে পিহ রাজা রোমি সৈন্যকে পুনৰ্ব্বার জয় করিলেন ; কিন্তু তৎপর তিনি ক্রমে ২ পরাজুর্থ হইতে লাগিলেন। পরন্তু পরাজিঅ ন হইতে ২ তিনি ইটালি দেশ পরিত্যাগ করতে অৱকাশ চেষ্টা করিলেন। ঐ সময়েতে সিকিলী লোক-নর্তাহাহইতে সাহায্য প্রার্থনা করিলে তিনি স্বীকার করিলেন, এৰ সসৈন্য হইয়া সিকিলী দেশেতে যাত্রা করিলেন । তথ্য উপস্থিত হইয়। তিনি অগ্নেতে এক বার জয়ী হইলেন, কিন্তু পরে পরাজিত হইলেন”। এই যুদ্ধেতে তিনি কাখাজ লোককর্তৃক পরাজিত হইয়া পুনৰ্ব্বার সসৈন্য হইয়া ইটালি দেশে উপস্থিত হইলেন। সেখানে তিনি অস্তুেতে এক যুদ্ধেতে জয়ী হইলেন, ও পরেতে পরাজিত হইলেন । অনন্তর তিনি স্নাত্ত নগর অবরোধ করলেন, কিন্তু তাহা জয় করিতে পারিলেন মাr শেষে তিনি আগ নগর অৰরোধ করিলেন ; কিন্তু তিনি ঐ স্থানেই এক স্ত্রীকর্তৃক হত হইলেন । তিনি নগরীয় উচ্চ প্রাচীরের নিকটে এক ষেণদ্বার সহিত যুদ্ধ করিতেছিলেন ঐ যোদ্ধান মাত প্রাচীরস্থা হইয় তাহ দেখিয়া পুত্রের পরাজয় শঙ্কাতে পিহের মন্তকেতে এক থান প্রস্তুর নিক্ষেপ করিয়া মারিলেন, তাহার মস্তকে সেই প্রস্তুরাঘাত লাগিলে তিনি মুছাপ্পন্ন হইয়া ভূমিতে পড়িলেন। তাহাকে তক্রপ দেখিয়া এক শত্রুসৈন্য আসিয়া থভুদ্ধারণ তাহার শিরশেছদন করিল দেখি, পিছের এই শেষ দশ ।