বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3ве রোমীয় সেনাপতি র্তাহার সঙ্গে যুদ্ধ করিল, কিন্তু তাহাকে কোন ব্যক্তি জয় করিতে পারিল মঞ্চ তিনি সৰ্ব্বত্র জয়ী হইয়া রোম নগরের সমীপে উপস্থিত হইলেন । পরে কাণ নামে এক নগরের নিকটে রোমী ও কার্থক্স লোকদের এক তুমুল যুদ্ধ রোমীয় সেনাপতিগণ পরাস্ত হইল । যদ্যপি ঐ সেনাপতিদের মধ্যে বণর নামে এক সেনাপতি এমিলীয় সেনাপতির অসন্মতিতে যুদ্ধ করিতে প্রবৃত্ত হইল, তথাপি এমিলীয়.যুদ্ধারন্তু দেখিয়া যত্ন পৰ্ব্বক পৌরুযু প্রকাশ করিয়া যুদ্ধেতে ক্ষত, ৰিক্ষতাঙ্গ হইয় প্রাণ ত্যাগ কুরিলেন। মরণের কিঞ্চিৎ কাল পন্ধে তিনি একথান প্রস্তরের উপরে পড়িয়া রক্তাক্ত কলেবর প্রায় মূচ্ছিত হইয়। থাকিলেন। সেই সময়ে একযোদ্ধা তাহকে তন্দ্রপদেশিয়া স্বীয় অশ্বেতে উঠাইয়ঙ্গ লইতে বাঞ্ছা করিলেন কিন্তু এমিমীয়কহিলেন,যে হেভাই, আমি তোমার ব্যবহারেতে পরম তুষ্ট হইলাম, পরন্তু অামার জন্যে তোমার কুেশ উচিত নয় | তুমি রোম নগরে গিয়া মন্ত্রিগণকে বল, যে রোমীয় সৈন্য পরাজিত হইয়াছে, এবং বিপক্ষ সৈন্য আগমন করিতেছে ; অতএৱ তোমরা প্রস্তুত্ব থােক। . আমিতো যুদ্ধেতে মরিলাম, যেন ঈশ্বর না করেন আমি তাহদের কোপে পড়ি, ও আপনার নির্দোষত স্থির করিতে অন্য ব্যক্তিকে দোষী করি ; এই কথাবসানে তিনি প্রাণত্যাগ করিলেন । অনেকে বলে যে যদি তখন হান্নবাল ঐ যুদ্ধের পরে রোম নগরে যাইতেন, তবে তাই জয় করিতে পারিতেন ; কিন্তু আমরা এই ক্ষণে সে কথাতে ৰিশ্বাস করিতে পারি না, কেননা গৃহের মধ্যে থাকিয় যুদ্ধ ভূমির জয় পরাজয় কে নিশ্চয় করিতে পারে ২