বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$88 হামিৰালের প্রধান বিপক্ষ সিপিও সেনাপতি ; আফুিক{ দেশে নানা যুদ্ধজয় কারিত্ব হেতুক তাহার উপনাম আক্সিকান ছিল । তিনি যৌবনাবস্থাতে যুদ্ধ স্থলে আপন পিতার প্রাণ কক্ষ করিলেন। কাণ নগরে তুমুল যুদ্ধের পরে অনেক বিক্রান্ত । যুদ্ৰণ পুরুষকে নিজ সমীপে একত্র করিয়া তাহীদের মধ্যে এই শপথ করিলেম, যে আঁমি ওষ্ঠাগত প্রাণ পর্যন্ত রোমায়েরদের হিতার্থে যুদ্ধ করিক; ইহা কহিয়া কোশহইতে নিজ থভু বাহির করিয়া কহিলেন, যে যদি কেছ রোমীয়দের বিপক্ষ হয় তবে তাহার বিপক্ষে এই তীক্ষু থভু জানিবা। কথাঁজীয় সৈন্যকে ইটালি দেশহইতে দূর করিতে তিনি কার্থজি দেশে যুদ্ধযাত্রা করিতে রোমীয়দিগকে পুরামর্শ দিলেন তাহাতে স্বয় প্রধান সেনাপতি হইয়। তিনিও গমন করিলেন । সেখানে কিঞ্চিৎ কাল যুদ্ধ হইলে পর কার্থীজীয়ের ভীত হইয় আপনাদের রক্ষাথে সসৈন্য হান্নিবর্ণলকে ইটালিহইতে আগমন করিতে অাঞ্জা পাঠাইলেন । তাহাতে সিপিও যেমন প্রথমে কহিয়াছিলেন, তেমন রোমীয়দের চিরকালীন সঙ্কটহইতে রক্ষা প্রাপ্তি হইল । হান্নিবাল ও সিপিও সন্ধির অভিপ্রায়েতে পরল্পর সাক্ষাৎ করিলেন, কিন্তু সন্ধির স্থৈর্য না হইলে উভয় পক্ষই যুদ্ধ করিতে প্রস্তুত হইল। পরে কার্থজি নগরের কিঞ্চিদূরে জাম নামে এক নগরের প্রান্ত ভাগে তুমুল যুদ্ধ হইতে লাগিল, তাহাতে কীৰ্থীজীয়' সৈন্য পরাজিত হইল ; তৎপরে সন্ধাচ্ছ কার্থজ ব্যক্তিকে রোমীয়ের দুর্ঘট সন্ধিৰিষয় অনুমতি করিল। কিন্তু হান্নিবালের প্রতি তাছাদের চিরকাল দ্বেষভাব রহিল। "দি হান্নিবাল জাম নগরীয় যুদ্ধেতে হত হইতেন, তৰে তাহার সন্ত্রম রক্ষণ"পাইত আছ না হইলে নতুবা তাহার