বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৪৬ বৎসর পর্ক্সে স্কামাগুর নামে এক ব্যক্তি ত্রয় নগর পত্তন করিয়াছিল । سیمان هسه ৩ তৃতীয় জখায় । হেলিন ও পারি ও হোমরের ৰিৰৱণ । অথিমী নগরের কিঞ্চিৎ কাল রেচন্নার্ভ নগরের পত্তন হইল, তাহার প্রথম রাজ+ লিলেক্ট্র কিন্তু তৎ পরে লাসিদিমৰ নামে অন্য এক-রাজা ছিল, তদূর ঐ রাজ্যের নাম লাসিদিমনিয়া বলে। স্নাক্তার দশম রাজ তিন্দারের হেলিন নামে এক সুন্দরী কন্যা ছিল। ঐৰণ সেই কন্যার সৌন্দর্য প্রযুক্ত সকল লোকই বিস্ময়াপন্ন হইয়াছিল ; এব" অনেক রাজপুত্র ঐ কন্যাৰুে বিবাহ করিতে বাস্থ করিয়াছিল। রাষ্ট্রা নিজ কন্যার বর নিশ্চয় করিতে না পারিয়া কন্যার স্বয়ম্বরতা স্বীকার করিতে রাজপুত্রদিগকে সত্য করাইলেনু ; তখন হেলিন। মিনিলাউকে মনোনীত করিলেন । পরে তাহমুদের বিবাহ কৰ্ম্ম নিম্পন্ন হইলে উভয়ুে সুখেতে কাল যাপন করিতেছি, লেন। তৎপরে ত্রয় নগরের রাজ। প্রিয়ামের পুত্র পারি যুৱরাজ অতি সুন্দর, তিনি ঐ দেশ ভ্রমণ করিতে ২ হেলিন যুবতীর্কে অৰলোকন করিয়া অঁহার সৌন্দর্য্যেতে মুগ্ধ হইয়া এমত অধৈর্য্য হইলেন, যে মিনিলাউ বিদেশ গত জানিয়া ঐ অবকাশে তাহার পত্নী হেলিনাকে হরণ করিয়া স্ব স্থানে প্রস্থান করিলেন। পরে মিনিলাউ বাটী আদিয়া পত্নীকে না দেখিয়া তাহার হরণ বৃত্তান্ত শুনিয়া অত্যন্ত বিলাপ করিলেন, ও আপন পত্নীর প্রাপ্তর্থে সমস্তু য়ুনানি লোকের সহায়ত্ত্ব প্রার্থনা করিলেন।