বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ না । পরে কষ্টেতে প্রবেশ করিয়া কেৱল এক অস্পৃশ স্বাধীন করিলেন । , • লেথ, পুৰ্ব্বাপেক্ষণ ইদানীন্তনের বৃতেন লোকদের ব্যবহারের কত বিশেষ হইয়াছে পূৰ্ব্বেতে তদেশে প্রায় কৃষি কৰ্ম্ম ছিল না; এবং গৃহাদি কেবল মৃত্তিক ও তৃণেতে নির্মিত হইত। ভাইদের কেবল অৰ্দ্ধাঙ্গ পপ্তচর্যাবৃত থাকিস্ত । তাহাদের মৃগয়া মাত্র কৰ্ম্ম ছিল । যে যে পশু বধ করিত তাহার মাপ-সেতে উদর পোষণ ও তচ্চৰ্ম্মেতে পরিধান সমুন্ন হইত । তাহীদের ভাষা ও রীতি ও ধর্ম নিকটস্থ গল নিবাসিদের ন্যায় ছিল । তাহার। লগুড় ও বশ ও ভয়ঙ্কর রথচক্ৰন্থ দীর্ঘ ছুরিকাবিশেষদ্বারা যুদ্ধ করিত ৭ তাহার। দেবপজক ছিল, ও তাছাদের পুরোহিত বগের নাম জ্বইদ ছিল । তাহার দেবতার উদেশে নরবলি প্রদান করিত ; ও তাহঃদের স্ত্রীগণ কাল্পনিক ভবিষ্যদ্বাক্য কহিঁতঃ অতএব বোধ হয়, যে ইহাদের অপেক্ষ অব্যৰস্থিত ও অসভ্য নীচ মানুষ আর কথন ছিল না। এই ক্ষণে অপমেরিকা দেশেতে আহাদের তুল্য কতক লোক অাছে । সিসারের আক্রমণসময়ে কান্ত্রিবিলন মামে বৃতেন দেশের রাজা ছিলেন। তিনি বহু কাল পর্যন্ত বিক্রান্ত ভাবে যুদ্ধ করিলেন ; কিন্তু শেষেতে পরাজিত হইয় নিজ প্রজাবগের হিতাথে ফর প্রদান স্বীকার করিয়া সিসারের সহিত নিয়ম স্থির করিলেন। তাহার পরে প্রায় বৃক শত বৎসর পর্যন্ত ঐ বৃতেন দেশ রোমীয়দের অধীন ছিল, ও তাহারণ তাধিকারী হুইস্না পরম সন্তুষ্ট ছিল ।