বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yఆని ইটালি দেশে সিসার গুণগত হইয়। আত্মকর্তৃক জয়বৃত্তান্ত প্রকাশ করিয়া, গল ও উত্তর দেশের অধ্যক্ষতাপদ স্বীকার করিলেন। স্লেন দেশের অধ্যক্ষতাপদে পমি নিযুক্ত হইলেন, কিন্তু রোম পরিত্যাগে অসম্মত হইয়ণ প্রতিনিধিদ্বার, তাহার রাজত্ব করিলেন । কুস্ত্রি সিরিয়া দেশের অধ্যক্ষ ছিলেন। তিনি স°২গ্ৰামে স্থত হইলে তাছার ੇਖੋ পুদ পল্লি ও সিসারের হস্তগত হইল। এই দুই প্রধান সেনাপতিদ্বারা অনেক উৎপাত উপস্থিত হইলে ও রোম নগরে প্রজাগণের প্রভুত্ব কুর হইলে তদবধি ঐ দেশ্নে রাজী নিরূপিত হইলেন । কুল্পের মৃত্যুবিষয়ে তৎপুত্রের, সুব্যবহারের কারণ বর্ণনাযোগ্য এক বাক্য আছে , কেননা সুক্রিয়। সদ্ব্যবহারের প্রস্তাৰ, করণে সকলেই উল্লাসিত হয় । ক্রান্ত্র সিরিয়া দেশে প্রায় জয়ী হইলেন, কিন্তু বোধ হয় যদি তিনি উপযুক্ত রূপে ব্যবহার করিতেন, তবে সৰ্ব্বত্র জয়ী হইতে পারিতেন । তাহার পুত্রের দলপুষ্টির নিমিত্তে এক সহস্র সৈন্য তন্নিকটে সিসার প্রেরণ করিয়াছিলেন, তাহার পরেতুৈ ক্রান্ত্র পার্থীয় লোকের সহিত যুদ্ধ করিলেন,*ও সেই যুদ্ধেতে ক্রাষ্ট্রের পুত্র মহাপৌরুষ প্রকাশ করিলেন ; কেননা এক সময়ে তুমুল যুদ্ধেতে অনেক অঘিাত প্রাপ্ত হইলেও স্বীয় সৈন্যগণ প্রায় নিঃশেয় হইলে তাহার দুই জন বন্ধু প্রাণ রক্ষার নিমিত্তে পলায়ন করিতে তাহাকে বিনয় পূর্বক পরামর্শ দিলেন; কিন্তু তোমরা আপনাদিগকে রক্ষা কর, তিনি এই অজ্ঞা দিয়া কহিলেন য়ে দেখ, অামার নিমিত্তে যুদ্ধেতে কত বীর পুরুষ প্রাণ ত্যাগ করিল ; অতএব আমি যুদ্ধের শঙ্কাতে তচ্ছাদিগকে পরিত্যাগ করিব না; এই ৰাক্য কহিয়া তিনি নিজ দাসকে আপুনাকে বধ করিতে জাজ্ঞা করিলেন। -