বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

❖ፄ8 হইল । পরে তাহারণ তাহনকে আনয়ন তদৰ্থে তাহার জাহাজের নিকটে এক নৌকা প্রেরণ করিলে তিনি তাহাতে আরোহণ করিয়ণ তীরেরদিগে গমন করিলেন । ঐ সময়েতে ত্বাহীর পত্নী জাহাজে খাকিয় তাহার প্রতি দৃষ্টিপাত করিলেন । যখন তিনি তার প্রাপ্ত হইয় নিজ আসনহইতে উঠিয় এক ৰিশ্বন্ত দলকে অবলম্বন করিয়া তট ভূমিতে উঠিলেন, ঐ সময়েতে মন্ত্রিগণ প্ররিত কএক দুষ্ট জন পশ্চাভাগে গিয়া থড্রাঘাতে তাহাফে ছিন্ন ভিন্ন করিল । তাহ দেখিয় তাহার পত্নী চিৎকার ধূনি করিয়া মচ্ছাপন্ন হইলেন। পক্সিন থভুপ্রস্থার প্রাপ্ত হইয়। নিশ্চয় করিলেন, যে আমার মৃত্যু উপস্থিত ; অতএব তাহাদিগকে কোন রূপে রাক্য ন। কহিয়াও হাহাকার বিলাপ না করিয়া স্বীয় বস্ত্ৰেতে মস্তক বেষ্টন করিয়া প্রাণত্যাগ করিলেন । পরে ঐ দুষ্ট লোকেরণ র্তাহার মস্তক ছেদন করিয়া মৃত শরীর তীয়েতে নিঃক্ষেপ করিল । তখন ঐ বিশ্বস্তু দাস এক চিত। প্রস্তুত করিয়া ঐ শব অনিয়া দগ্ধ করিল। পরে ঐ স্থানেতে এক ক্ষুদ্র স্তম্ভ প্রস্তুত হইলে তাঁহাতে এই লিখিত হইল, যে যিনি দেবতার ন্যায় মন্দিরের যোগ্য মানুষ ছিলেন, তাহার স্মরণার্থে প্রায় এক ক্ষুদ্র স্তম্ভও হইল না। তাহার পত্নী কমিলিয়া হত না হইয়া ভর্তুচিতার ভস্ম লইয়া স্ব দেশে গমন করিলেন- উনষাটি বৎসর বয়স্ক হইয়ণ পল্পি আপন জন্ম দিবসে মরিলেন। তাহার মৃত্যুর পরে সিসার অদ্বিতীয় রাজার ন্যায় হইলেন'।