বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৩ লাগিল। তাহাতে অতিশীঘ্ৰ তীরে উঠিয়া সিসার অপেন হৃষ্ট পুষ্ট সৈন্যগণের মধ্যে উপস্থিত হইলেন । ঐ পরে তুমুল যুদ্ধেতে পমি সেনার মধ্যে অজেয় হবুলি এই মঙ্গল ধূনি হইয়াছিল। সিমারের সৈন্যমধ্যে জয়যুক্ত বিনস এই মঙ্গলপ্পুনি হইয়াছিল , সিসার জয়যুক্ত হইয়াও স্বদেশীয় বিপক্ষ পক্ষের বহুতর মৃত সুৈন্য রণভূমিতে পতিত দেখিয়া নিজ সৈন্যের প্রতি বিলাপ পৰ্ব্বক-উচ্চৈশম্বরে ক্লহিলেন, যে হায় ২ ! তাহাদিগের কি এই মনে ছিল ! পন্থির শিবিরের মধ্যে গিয়া সিসার অনেক ধন প্রাপ্ত হইলেন ; কেননা পমি পরাভূত হইয়। তথাহইতে শীঘ্ৰ পলায়ন করিয়াছিলেন ; এব^ আপন ধন সমত্তি ও সৈন্যের প্রতি মমত্ব ত্যাগ করিয়া লেসৰ নামে উপদ্বীপে কৰ্ণিালয় নামক নিজ ভাৰ্য্যার নিকটে গমন করিলেন । সেখানে পরল্পর সাক্ষাৎ হইলে তাহদের উভয়ের মহাদুঃখ উপস্থিত হইল । কণিলিয়া রোদন করিয়া তাহার ক্রোড়েতে পড়িলেন, পল্লি নীরবেতে র্তাহাকে আলিঙ্গন করিলেন। ঐ উপদ্বীপ নিবাসির পক্সিকে অসুয় দিয়া রাথিতে উদ্যত ছিল, কিন্তু তিনি তাহা স্বীকাৰু না করিয়া তাহাদিগকে কহিলেন, যে তোমরা জয়শীল সিসার সহিত মিলন করিয়া আপনাদের প্রাণ রক্ষা কর; সিসার অপমার বিপক্ষ বটে, তথাপি তিনি দয়াঁলু ও শরণাগত রক্ষক । পরে পল্পি তথtছইতে স্ত্রীর সহিত প্রস্থান করিয়া রোদীয় লোকদের নিকটে আশ্রয় প্রার্থন করিলেন ; -কিন্তু তাহার। স্বীকার না করিলে তিনি মিসর দেশের নৃপতি তলমির নিকটে গিয়া শরণাপন্ন হইলুেন । তথন ঐ রাজা যুৱ পুরুষ ছিলেন, ও তাহার মুক্তিগণ ঐ বিপদমুম্ভ পল্লির প্রতি মহা বিরূপ