বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐ যুদ্ধেতে যে অল্পায়াসে জয়যুক্ত হইলেন, তাছ ৰন্ধুৰশ্নের নিকটে তিন কথাতে সন্থায় লিখিলেন । , সেই, তিন কথা এই, যে আইলাম, দেখিলাম, জয় করিলাম। উটিক নগর তzাগ করিবার পর্ক্সে সিসার করিন্থ ও কাখাজ নগরকে পুনর্ধার পত্তন করিতে স্বাঙ্গা করিলেন । এই দুই নগরের এক সময়ে নাশ ও এক সময়ে পুনঃ পত্তন হইল । সিলা রৈামের সমীপে গৈয়া জয়োল্লাসেতে নগর প্রৱেশ করিলেন। তৎকালে উচ্চপদ্বেতে চতুর্থবার নিযুক্ত হইলেন। পরে পঞ্জির পুত্রেরণ স্লেন দেশে সৈন্য স~গুহ করিয়া সিসারের সহিত যুদ্ধ করিতে উদ্যত হইলেন। যুদ্ধ কালেতে সিসার প্রায় পরাস্ত হইলেন, কিন্তু পলায়ন করিবার পূৰ্ব্বেতে অপেন সৈন্যগণকে এই কথা কহিলেন,য়ে তোমরা কি আপনাদের সেনাপন্ডিকে বালকগণের হস্তে সমর্পণ করিবা? ইহা গুনিয়া সৈন্যের। মহাবিক্রম প্রকাশ করিয়া সেই যুদ্ধেতে জয়ী হইল। যুদ্ধাবসানে সিসার নিজ বন্ধুগণকে কহিলেন, যে আমি অনেক বার জয়ের নিমিত্তে যুদ্ধ করিয়াছি, কিন্তু ইহার পর্কে প্রাণের নিমিত্তে কথন যুদ্ধ করি নাই। এই সিসাঙ্কের শেষ যুদ্ধ হইয়াছিল তৎকালে তিনি সৰ্ব্বাপেক্ষা উচ্চ পদে নিযুক্ত ছিলেন। তথাপি স্ব দেশীয় সৈন্যের প্রতি ও বিপদগ্ৰস্ত পল্লির বিক্রমশালি পুত্ৰগণের প্রতি তাহাকে জয় যুক্ত দেখিয়। অনেকে মহাদুঃথিত হইল । পিসারকে উচিত সঙ্কুম দিতে সিসিরো মন্ত্রিগণকে পরামর্শ দিলেন, কিন্তু অন্য মন্ত্রী তথন 'সিসারের অতিশয় প্রশ-স1. কৱিলেন। রোম নগরে পন্নির মরণার্থে যে পূৰ্ব্বকৃত মহাস্তম্ভ জয় হইয়াছিল, তাহ পুনৰ্ব্বার প্রস্তুত করিতে সিয়ার জাজ। করিলেন । তাহান্ডে সিসিরো এক উত্তম রাকা,কছিলেন, যে