বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sy-3 গিজার পঙ্গির ভগ্ন স্তম্ভ প্রস্তুত করণে আপনার শেষ স্তম্ভ নিৰ্বাণ । করিলেন ; কেননা মহাত্ম ব্যক্তির এই স্বভাৰ, যে আপন বিপক্ষগণেরও গুণের প্রকাশ করেন । উচ্চপদস্থ ব্যক্তির প্রতি প্রায় অনেকে ঈর্ষণ দ্বেষ কৰুে। সিসারের অনেক বিপক্ষ ছিল, ও তুহার বন্ধুগণ রক্ষীর্থে তাহার নিকটে থাকিতে চাহিল ; কিন্তু ভিন স্বীকার না করিয়া কহিলেন, যে বরণ২ মৃত্যু ভাল, সৰ্ব্বদা সভয় জীবন ভাল নর। মার্ক আন্তোনি নামে সিসারের এক বন্ধু মন্ত্রণাগৃহের মধ্যে তাহাৰুে এক মুকুট দিতে পরামর্শ করিলেন। তাহ শুনিয়া অনেকে তাহাকে কিঞ্চিৎ প্রশ৭২সা করিল ; কিন্তু সিসার তাহ। গুহণ नं করিলে সকলেই তাহার মহা প্রশ৩২সা করিল ৷ এই মুকুটের বৃত্তান্তদ্বারা সিসার সব জনের মনোগত অভিপ্রায়' বুঝিয়াgাজা হইতে স্বীকার করিলেন না । সিসার কে বধ করিবার নিমিত্তে এক উপায় স্থির হইয়াছিল। মাচ্চ মাসের পঞ্চদশ দিবসে সেই উপায় সমূর্ণ হইল। সময়ানুসারে পল্লির স্তম্ভের নিকটস্থ একু স্থানে মন্ত্রিগণ একত্র হইলে সিসারত্নতাহীদের মধ্যে" আগত হইলে ঐ মন্ত্রিগণ র্তাহার প্রতি আক্রমণ করিয়া থড্রাফাতে র্তাহাকে স^হার করিল। কাঙ্কা নামে এক মন্ত্রী তাহাকে প্রথম থড্রাঘাতু করিল, পরে কাশীয় প্রভৃতি মন্ত্রিগণ প্রহার কন্ধিল । তৎকালে চতুঃপাশ্ব অবলোকন করিয়া তিনি কেবল তীক্ষু ও দীপ্তিমখ থভু ধারি পুরুষগণকে দেখিলেন, ও তাহীদের মধ্যে ক্রতকে দৃেথিয় কহিলেন, যে হে ক্রত, তুমিও ইহাতে আছ ? তখন সিসার নিজ বস্ত্ৰেতে মুখগচ্ছাদন করিয়া ভূমিতে পড়িলেন, ও তেইশ বার ড্রাঘাত পাইয়া পল্লির স্তম্ভ নিকটে প্লাগ ভাগ করিলেন ।