বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

·发冬° "হিন্দু রাজা বহু দিন রাজত্ব করে মঞ্চ ও রাজার প্রতি আৰ্যকৰ্ত্ত মন থাকিলেও, রাজ্য আপনার প্রতি আপনি শাস্তা ও কৰ্ত্ত হইবেন"। ঐ পুত্র পিতার এতাদৃশ সমুপদেশ ৰাক্সের ধারণ কিছু ফল প্রাপ্ত হইল না, যেহেতু সে নির্বুদ্ধ ও অমান্য ও দুষ্ট ও ক্রুর ছিল । অনন্তর পিতার উপদেশক প্রথম বর্ণক্যই ঐ, পূঙ্কের প্রতি সফল হইল। স্বৰ্যপি আগন গঁল ছেদের শঙ্কাতে নাপিতের স্থানে ক্ষৌরী জুইত না, তথাপি একত্রিশ ধৎসর বয়ঃক্রমে প্রজাগণহইতে হত হইল । ৰোধ হয় পিতার মৃদুতা ও সুেহাধিক্যেতে তাহার কত্বক দোষ জন্মিয়াছিল ; অতএব বালকগণের শাসন করা উচিত কৰ্ম্ম । যে বালকের। সুশাসিত ও বাধ্য হয়, তাহার। পরেতে উত্তম ও সুখী হয় ; কিন্তু যাহার পিতৃ মাতার লালিত হইয়ণ অৰণধ্য হয়, তাহারণ কেবল আত্ম ও পরের দুঃখদায়ক হয় । -saరxpa ०० बर्दै*शभडम ज्ञथाई । . সারালিন ও গোস্থ ও সে ও হনু লোকের বিবরণ। আস্তোনিনের পরে রোমীয় রাজ্য পরাক্রমেতে ও ঐশ্বযোতে ক্রমে ছোট হইতে লাগিল। কম্মদ জামে এঙ্ক দুষ্ট মহারাজ ছিলেন, তৎপরে যেং মহারাজ হইলেন, তাহদের মধ্যে প্রায় অনেকেই ঐ রূপ দুৰ্বত্ত ছিলেন। ঐ সময়েতে সারাসিন লোকদের নাম ইতিহাসগুন্থে" প্রথমে প্রাপ্ত হইল। সারাসিনেয়। এক প্রকার জ্ঞারাৰি লোক। ঐ সময়ে রোমায়গণের খংত তাহদের যুদ্ধ হইলে ঐ যুক্তম্বারা তাহার প্রসিদ্ধ হইল ।