পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

བཻ.ཝི.2 , , কমদের মৃত্যুর পরে সেনাপতিগণ পরামশ করিয়া ঐ রাজগিণ২হাসনে পতিনাকস নামে এক পামর ব্যক্তিকে স্থাপিত করিলেন । তিনি দাসের পুত্র ছিলেন, পরে ক্ষুদ্র দোকানী ছিলেন। তৎপুর এক পাঠশালার অধ্যক্ষ হইলেন। অনন্তর ব্যবস্থাপক ৰইলেন । তৎপরে যোদ্ধা-হইলেন । তদনন্তর এক কর্তৃত্বপদে নিযুক্ত হইলেন। কম্মদ মহারাজকর্তৃক সেই পদহইতে দূরীকৃত হইলেন । পুন:চ তাছাতে নিযুক্ত হইয়। যুদ্ধার্থে বৃতেন দেশে যাত্রা করিলেন। যুদ্ধারম্ভ হইলে রণভূমিতে মৃতকল্প হইলে সৈন্যগণকর্তৃক পরিত্যক্ত হইলেন । পরে • আফ্রিকাতে পুনশ্চ মৃতপ্রায় হইলেম । পশ্চাৎ রোম নগরে প্রত্যাগত-হইয় গুপ্ত ভাৰে থাকিলেন । অনন্তর' কৰ্ম্মদের মৃত্যু হইলে মহারাজ হইলেন । তাহার- এই সকল অাদোপান্ত চরিত্র বিস্তার ক্রুমে লিথিত হইলে তদ্বিষয়ে এক বৃহৎ পুস্তক হইতে পারে । তিনি নিজ শেষ্ঠ • গুখদ্বারা উচ্চ পদ প্রাপ্ত হইলেন ; এবপ২ রোমীদের দুষ্টতাদ্বার। পুনৰ্ব্বার অধুপুপাতিত হইলেন ; কেনন। যাহারা তহিকে সিপ~হায়নস্থ করিয়াছিল, তাহারাই তিন মাস পরে তাহার হস্ত হইল ৷ ” * . তাহার মতুর পরে সেনাপতির ঐ সমস্ত রাজ্য বিক্রয় করিল। চাহ সত্যু বটে, কিন্তু অতি আশ্চর্ষ। দিদিয় যুলিয়ান নামে ধনী স্বৰ্ব্বাপেক্ষ মূল্যাধিক স্বীকার করিলে তিনিই রাজ্য প্রাপ্ত হইলেন, কিন্তু অযোগ্য পাত্র প্রযুক্ত অল্প কালের মধ্যে মন্ধুিগণকর্তৃক ছিন্ন মুণ্ড হইলেন । - পরে সেনাপতি ও মন্ত্রিগশকর্তৃক সিবির নামে এক মহারাজ নিরূপিত হইলেন, তিনি বুস্তান্তীয় নগর অবরোধ করিয়া তাহার অধিপতি ইয়া সমস্ত নর্গর