বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&& নিয়ুৰ্ম্মে কাল ক্ষেপণ করিতে ন চাহিয়া তথ্যছইতে পলগয়ন করিতে নিশ্চয় করিলে দিদে তাছার অভিপ্রায় বুঝিয়ণ অনেক বিনয় ও রোদন করিয়া নিকটে রাষিতে যত্নবরিলেন। দিদে রাণী তাহার ও তৎপরিবারুের অনেক উপকার , করিয়াছিলেন, ও ইনিয়ার অনুরোধে দিদে অন্য রাজপূত্রকে বিৰাহ করিতে স্বীকার করিলেন নগঃ তন্নিমিত্তে, সেই যুবরাজ দিদের প্রতি আত্ত্বি রুদ্ধ হইলেন 'কিন্তু ইনিরণ তাহার উপকার ও প্রীতির অনুরোধ না করিয়া জাহাজেরুe পালি উঠাইয়া শুখাহইতে রাত্রি যোগে প্রস্থান করিলেন । দিদে তাহার নিষ্ঠুরতা ও পরিত্যাগ প্রযুক্ত কাতরণ হইয়া আত্ম হত্যা করিতে নিশ্চয় করিলেন । প্রথমেতে এক কাষ্ঠময় চিতা প্রস্তুত করাইয় তাহাতে আরোহণ করিয়া তীক্ষু ছুরিকাদ্বারা মাপন বক্ষস্থল ভেদ করিলেন। “পরে ঐ চিতাতে ত থ পরিবারের তাহাকে দাহ করিল। - কাথাজ নগর অনেক কাল পৰ্য্যস্ত বাণিজ কৰ্ম্ম ও ধনেপাজন তদৰ্থৰ বড় বিখfত ছিল, ও অনেক বীৰ্য্যশালি লোকের ঐ নগরের হিতাগ্নে অনেক বার যুদ্ধ করিয়া-তাহার গোৱৰ বৃদ্ধি করিয়াছিলেন। ঐ নগরের পরিসর ২৩ ক্রোশ এব* তৃণহণর মধ্যে এক রমণীয় ক্রীড়োদ্যান ও“অতি সুন্দর দুর্গ ছিল । যদ্যপি সৰ্ব্ব নগর হইতে ঐ নগর অতি আশ্চৰ্য্য ছিল, তথাপি এই ক্ষণে তাহার চিহ্নও পাওয়া যায় না । এই ক্ষণে লণ্ডন ও কলিকাতা মঙ্গর বাণিজ্য কৰ্ম্ম ও ধনোপজেনেস্তে কীখাজ নগরসদৃশ হইয়াছে, কিন্তু কাল ক্রমে তজপ্র লুপ্ত হইতেও পারে । , -