বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্য ইতিহাসসার। ধষ্ঠ ভাগ। ২০ ধষ্ঠিতম অখ্যায় । रुबुखांनुउिग्न ७ प्रजिष्ट्राzनङ्ग fददद्भ१ ।।

-* মহা কনস্তানতিনের মৃত্যুর পরে তন্নিমিত্ৰ প্ৰজাগণের বহু দিম পর্যন্ত শোক বিলাপ ছিল । জীবৎ শরীরের ন্যায় তাহার মৃত” শরীরের শুশ্রয় ও গৌরৰ হইত। কেননা মন্ত্রিগণ সেই শরীরের নিকটে গিয়া হাটু গাড়িয়া পূর্দের नेTग्निः ব্যৱহার করিল। তাহাতে প্রাচীন কথা আছে, যে কনস্তানতিন মৃত হইয়াও রাজত্ব করিলেন । তিনি মরণের পূৰ্ব্বে নিজ তিন পুত্র ও দুই ভুত্বপুত্রকে কর্তৃত্ব ভারের অমুদেশ করিয়াছিলেন ; কিন্তু তাহার কনিষ্ঠ পুত্র কুনস্তানতিয় প্রবল চুইয়া অপর চারিব্যক্তিকে দূর করিয়া একাকী মহারাজ হইলেন | পরে ফণশী দেশের পৰ্ব্ব ভাগের রাজা সাগর রোমীয়দিগের সহিত যুদ্ধ করিতে উপস্থিত হইয়া সিঙ্গার স্থানে তাহাদিগকে ऊँछू করিলেন- সময়ান্তরে কনস্তানতিয়কর্তৃক সাপরের পুত্র ধরা পড়িয়া যন্ত্ৰঃ ক্রুেশেতে হত হইলুেন। পরে কনস্তানতিয় তার্স নগরে জ্বরী হইয়া প্রাণত্যাগ করিলেন । - তাহার মৃত্যুর পরে কস্তানুতিনের কনিষ্ঠ ভাতৃপূজ্ঞ, যুলিয়ান সৈন্যকর্তৃক ব্লাজ্যপদে নিযুক্ত হইয়াছিলেন ।