বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༤་༠ཝི, তথন কনস্তানতিনপলি নগরে উপস্থিত হইয়ণ তাবৎ প্রজাবগের সম্মতিতে মহারাজ হইলেন। পর্ক্সেতে ঐ যুলিয়ান কনস্তানতিয়কর্তৃক দূরীকৃত হইয়া অভ্যাথিনী নগরে "ভ্যাস করিয়াছিলেন। পরে সেনাপত্য পদে নিযুক্ত হইয়া স্ব.দেশের উচিত নানা হিত কৰ্ম্ম করিলেন । তিনি অসভ্য লোকহইতে গল দেশকে রক্ষা করিলেন । সেই সময়ে পারিস নগর অতি ক্ষুদ্র ছিল ; এব°২ তন্নগরের মধ্যগামিনী সেন নামুী নদীর উপরে কাষ্ঠময় দুই পুল ছিল। ঐ নগরের এক প্রান্তে বন ছিল, অন্য প্রান্তে রোমীয়দের সাধারণ মন্ত্রণাগার ছিল। গলীয় লোকেরণ মহাবলবান ও অমায়িক'fছল । এই পারিস নামে তাহাদের পূর্ব কালের নগর প্রথমে লুটিটিয়া নামে প্রসিদ্ধ ছিল । য়ুলিয়ান মহারাজ খ্ৰীষ্টিয়ান ধর্মের বিরোধী, ও দেবপজকদের সপক্ষ ছিলেন। এই কারণ তাহাকে সকলে ধৰ্ম্মত্যাগী বলেন ; কিন্তু তিনি দেবগজক হইয়াও গুীষ্টের উপদেশ বাক্য প্রামাগ্ল্য,করিতেন। তিনি মহাপ্লগলু ও কর্মশীল ছিলেন । তিনি গভীর তৃত্রিতে শয়ন কুরিয়া অতি প্রত্যুষে গাত্ৰোথান করিতেন এব: অতি সম্পক্ষেপ কালে ভোজন করিতেন। এমন উক্ত আছে, যে হস্তদ্বারা লিখন ও কর্ণদ্বারা শুর্বণ ও জিহ্বারা কথন এই ক্লিন কৰ্ম্ম-এক কালে করিতে পারিতেন, ক্রমে তাহার অনেক লেখক ছিল,তাহাতে তিনি একাকী প্রত্যেক সময়ে সকলকে কর্মে নিযুক্ত করিতেন। তিনি আহাররিষয়ে কেবল শাক ভোজন করিতেন. যে হেতু থাদ্যসুখ তুচ্ছ বোধ, করিতেন এবণ প্রজাগণের হিতার্থে ও নিজজ্ঞান বৃদ্ধার্থে সৰ্ব্বদা যত্নবা ছিলেন। তিনি য়ুনানীয়দিগের প্রয় বন্ধু হইয়া ৪ তাহাদের-নগররক্ষা ও সমৃদ্ধিচেষ্টা