বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“ ইses o ৬১ এক ষষ্ঠিতম অঞ্চায় । - - - - যোৰিয়াৰ ও ৰালেস্তিজিয়ান ও থিওদোশিয়ের ৰিৰৱণ । যুলিয়ানের মৃত্যুর পরে দৈন্যৰগ পরামশ করিয়া আপনাদের সেনাপতি যোৰিয়ানক মহারাজ করিলেন । যে যে স্থান যুলিয়ান জয় করিয়াছিলেন, সেই সেই স্থান যোবিয়াম ফাশদিগকে সমপণ করিয়া এই প্রার্থনা করিলেন, যে তোমরা এই সকল স্থান লইয়া আপনাদিগের দেশের ভিতর দিয়া অামাকে নিৰ্ভয়ে স্বদেশে যাইতে অনুমতি দেও। তাহাতে তাহারণ স্বীকার করিল। যোৰিয়ান ষ্টিয়ান লোকদিগের পরম মিত্র ছিলেন ; কিন্তু তাহাদিগের স্থিতাশ্বে অধিক কৰ্ম্ম করেন নাই। যেহেতু তাহার অকস্মাৎ মৃত্যু হইয়াছিল ৷ এক দিবস রাত্রি ভোজে ভোজন করিয়া শয়নার্থে নিজ শয্যাতে উপস্থিত হইলে পরে প্রত্যুষে দৃষ্ট হইল, যে তিনি মরিয়াছেন । তাহাতে কতক লোক অনুমান করিল, যে গুরুতর ভোজন প্রযুক্ত ইহার মৃত্যু হইয়াছে ; অন্য লোৰুের অনুমান করিল, যে জ্বলিতাঙ্গারীয় ধূমাপ্তাশদ্বারা মৃত্যু হইয়াছে ; যেহেতু গুরুতর, ভোজন ও অঙ্গারোথ মদ্বারা মৃত্যুর সম্ভাৱন বটে ; অতএব এই উভয় কৰ্ম্মহইতে অামাদিগের সর্বদ সাবধান হওন উচিত হয় । ঐ সময়ে রোমায়দিগের, নানা বিপক্ষ প্রবল হইল । এৰ যে যে দেশ তাহদের বশীভূত হইয়াছিল, সেই ২ দেশে বিপক্ষ উপস্থিত হইলে তাহার দমনার্থে স্থানান্তরহইতে সৈন্যগণ নিত্য ২ সেই ২ স্থানে প্রেরিত হইত। এই রুপে রোমীয় সৈন্য বৃত্বেৰহইতে গেল, ও জর্মানি দেশরক্ষাখে প্রেরিত হইল। তাহারা তথা প্রস্থান করিলে পিত্তীয় ও স্কো ।