বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৩ : করিলেন । তাছার প্রধান এক গুণ এই, যে তিনি আপন কৰ্ত্তব্য কৰ্ম্মেতে অতি আসক্ত ও তৎপর ছিলেন। দেখ, যত্ন ব্যতিরেকে কোন কৰ্ম্ম হয় ? যত্ব না করিলে উত্তম গুণও বিফল হয়; যত্ব থাকিলে অসাধড়কৰ্ম্ম সিদ্ধ হইতে পারে, এব* অধম ব্যক্তির সন্ত্রম স্কুইতে পারে। এই উক্ত আছে, যে মুলিয়ান মহারাজ য়িরশালমের ভগ্ন মন্দির পুনৰ্ব্বার নিৰ্ম্মিত করিতে প্রবৃত্ত হইয়াছিলেন, কিন্তু ভিত থননের সময়ে তথা হইতে অগ্নি, নিগর্ত হইলে তাহণ সল্পন্ন হইল না । সেই সময়েতে যে নানা দেশীয় লোক য়িকশালমে গ্রীষ্টের জন্মভূমি ও মৃত্যুস্থান সমদৰ্শন করিতে গমন করিত, তাহাদিগকে যাত্রিক বলা গেল। এই যাত্রা পুণ্যজনিকারূপে মান্য। হইল । যুলিয়ান,নিজ স্বভাৰ দ্বারা নিত্য যুদ্ধশীল ছিলেন। ফাশীদের সহিত যুদ্ধ করণে তিনি এক সময়ে তীরেতে আপন দক্ষিণ পাশ্বে বিদ্ধ হইয়। ঐ ময় তার উঠাইতে যত্ব করিয়া মুচ্চীপন্ন হইলেন। পরে সচেতন হইয়া পুনৰ্ব্বার যুদ্ধ করিবার জন্যে আপন অন্ত্রশস্ত্র ও অশ্ব অনিয়ন করিতে আজ্ঞা করিলেন ; কিন্তু তিনি এমন দুৰ্ব্বল হইয়াছিলেন, য়ে কেবল নিজমন্ত্ৰিগণের সহিত পকঞ্চিৎ কথোপকথন করিতে পারিতেন । মধ্যরাত্রিতে তিনি পিপাসাতে কাতর হইয়ণ জলনিয়নম্বন্ধে আজ্ঞা করিলে কিঞ্চিৎ সুশীতল জল পান করিয়া প্রাণত্যাগ করিলেন। তাহার বত্রিশ বৎসর বয়ঃক্রয় হইয়াছিল, ও তিন বৎসর মাত্র রাজত্ব করিয়াছিলেনৰ -