বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్వి8 ఫి. বিখ্যাত হইলেন। তিনি অতি বিক্রমশীল ছিলেন, তদ্বিষয়ে এমত কথা আছে, যে এক যুদ্ধেতে তিনি স্ব হন্তে চারি শত বিপক্ষ সৈন্য বধ করিয়াছিলেন । পরে আর অনেক সাকসনির। স্বতে দেশে উপস্থিত কুইলে তিনি তুহাদের কর্তৃক যুদ্ধস্থলে হত হইলেম । তাহার। এই রূপে বৃতেনের তাবৎ প্রদেশের অধিকারী হইল । যে, সময়ে হেঙ্গিস্ত সেনাপতি বৃতেন দেশে উপদুব করিতেছিলেন, সেই সময়ে বান্দালের রাজ জেম্সরিক রোম দেশে যুদ্ধ করিতেছিলেন । তিনি তথা জয়ী হইয়ণ রোম দেশ রক্ষা করিতে অঙ্গীকার করিলেন, কিন্তু নিজ প্রতিজ্ঞ। পালন না করিয়া তিনি ও কাথাজহইতে আগত মোর লোকের চৌদ্দ দিবস পর্যন্ত রোম নগর লুঠ কক্রিয় তাহাদের তাবদ্ধন কথাজে স্কাইয় গেল, এবপ২ অনেক বন্দিগণকেও লইয়া গেল । তাহাদের মধ্যে থিওদোসিয়ের দুই কন্যা ও উদকসীয়া” নামে তাহার ভাযাও ছিল ; ইহার কার্থীজে উপস্থিত হইয়া মহাদুঃখিত হইল। কিন্তু দিওগ্রাতিয়া নামে কার্থীজের এক অধ্যক্ষ মানুষ তাহাদের প্রতি দয়া প্রকাশ করিয় ভক্ষ্য বস্ত্রাদৃিদ্বারা অতি উপকার করিলেন । ঐ সময়ে-বেীশ নামে এক রমণীয় নগর পক্স হইল । যখন আত্তিল। ইটালিহইতে, অনেক জনকে দূর করিলেন, তথন তাহদের মধ্যে অনেকে ইটালির সমীপস্থ আদিয়াটিক সমুদ্রের উপদ্বীপেতে • পলুয়ন করিয়া বেণীশ নগর পত্তন করিলেন । দূৰ্ব হইতে দেখিলে ঐ নগর যেন সমুদ্রের স্থধ্যে ভুলিতেছে এমন ৰোধ হয় তাহার স্থল পথ নাই, কিন্তু এক প্রশ্লৗহইতে অন্য পল্লীতে মাইতে নৌকাপথ মাত্র,