পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ঞ্জ আছে ; কিন্তু নাম স্থানে নানা পুল আছে । ঐ নগরের প্রাসাদ অট্টালিকা অতি রমণীয়। প্রথমেতে ঐ স্থানে কেৱল কএক কুটার ছিল ; কিন্তু ক্রমে প্রশস্ত ও সৌষ্টৰান্বিত হইয়া অতি সুন্দর নগর হইল। এই রূপে তাবৎ সাপ-সান্তিক বস্তু ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হয়। দেখ, বালক যুৱা হয়, ও বীজ বৃক্ষ হয়, ও কুটার অট্টালিকা হয়, ও ক্ষুদ্র গ্রাম রমণীয় নগর হয়। " - هم هچمsee س১৬ ষট ষষ্ঠিতম অষ্ঠায় t রোমীয় পশ্চিম রাজ্য বিনাশের বিবরণ। রোমের পত্তনাবধি পশ্চিম ভাগের বিনাশ পর্যন্ত বারে। শত বৎসর হইয়াছিল। “ ঐ পশ্চিম রাজ্যের বিনাঞ্চশর অনেক কারণ ছিল, তাহার মধ্যে প্রধান এই, যে কনস্তানতিন পশ্চিম রাজ্য পরিত্যাগ করিয়া পৰ্ব্ব রাজ্যের মধ্যে নিজ রাজধানী করিলেন। পরে তিনি আপনার দুই পুত্রকে ঐ রাজ্য বিভাগ করিয়া দিলেন, এরপরে হনোরীয় মহারাজ রাবেন্না নগরে গিয়া, রাজধানী করিলেন ; তাহতে পশ্চিম রাজ্যের হাস হইতে লাগিল ; কেননা তদবধি রোমীয় রাজ্যে জ্ঞানবান ও বিক্রমশালী ধাৰ্ম্মিকু মহারাজ না থাকাতে প্রবল ও যুদ্ধকুশল নন। বিপক্ষ উপস্থিত হইল, ও তাহদের কর্তৃক ঐ রাজ্য ক্রমেং উচ্ছিন্ন হইল - মহ। থিওদোশীয় অল্প কাল• মাত্র একাকুী মহারাজ ছিলেন ; পরে তিনি আপন দুই পুত্রের নিমিত্তে ঐ রাজ্য দুই আ৭২শ করিবুে পশ্চিম ভাগের . অধিকারী , তাহারু পুত্র হনোরায় ছিলেন ; তৎপুরে একাদশ জনু ক্ৰমে মহা