বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইe খ্যাত হইল। রোম নগর চতুষ্কোণ, তাহাতে এক সহস্ৰ কোঠা ছিল । তিনি রাজ্য পালনার্থে সভাতে এক শত মন্ত্রী রণথিয়াছিলেন, তাহাদের নাম পৌত্রিয় ছিল, আর ২ লোকের নাম সাধারণ ছিল । * অন্য লোকদের ন্যায় রোমি লোকদের যাজক গণ ছিল, ও তাহদের প্রদাতি ও অশ্বারূঢ় ৰহু সৈন্য ছিল । এবণ২ জুম ক্ষুদ্রং গুমিল্লাহইতে অনেক ২ লোক-মিলিত হইয়া রোম নগরের সুমৗপে’বাস করণেতে দিনে ২ নগরের বৃদ্ধি ও সৌষ্টৰ হইয়া উঠিল । ਬੱਸ অস্থায় । সাৰিৰু লোকদের বিবরণ। - রসূলের রাজমিয়ে রোম নগরে স্ত্রী লোকের অল্পতা ছিল, এই কারণ রমূল নিকটস্থ অন্য ২ নগরে দূত প্রেরণ করিয়া প্রার্থনা করিলেন, যে তোমাদের অবিবাহিত কুমারী দিগের সহিত আমার নগরস্থ পুরুষদিগের বিবাহ যেন হয়, তাহাতে অনুমতি করি বেন । কিন্তু তাহার এই কঁথায় অবজ্ঞা করিয়া স্বীকার করিল না, তন্নিমিত্তে রমুল যাহা উচিত ও সমাদর রূপে প্রাপ্ত হইতে পারিতেন, তাহ ছুল ক্রমে পাইতে মূলস্থ করিলেন , অতএব তিমি সৰ্ব্ব দিকে এই কথার প্রচার করিলেন, যে-রোম নগরেতে অমুক দিবসে ক্রীড়া ও কৌতুক ও মহা ভোজ হইবে ; তাহাতে নিকটস্থ নগক্লীয় লোক"সকল ক্রীড়া কৌতুক দেখিতে ও মহা ভোজে ভোজন করিতে উপস্থিত হইল। এমন জনশ্রুতি আছে, যে অন্য লোকদের মধ্যে সাবিনৰ লোকদের অাৰাল বদ্ধ বনিত সক