বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

文》 লেই তৎকালে রোম নগরে গমন করিল। পরে ক্রীড়া কৌতুক সময়ে রোমি পুরুষদের প্রতি রাজা সঙ্কেত করিলে ' তাহারা সমাগত নিমন্ত্রিত গণের মধ্যে প্রবেশ করিয়া স্বেচ্ছনুসারে কুমারী গণকে ধরিয়া লইয়ণ অাপন ২ বাটীতে গিয়া প্রত্যেকে বিবাহ করিল। - - তাহাতে কুমারী গণের মাত পিতা মহৎক্রোধাবিষ্ট হইয়া, অত্যন্ত •কোলাহল ও জনতার মঙ্গে কন্যাগণকে নাপাইয়া রোম নগর হইতে স্ব স্ব স্থান গমন কৱিতে ই প্রবঞ্চক রেশমি লোকদিগকে সমুচিত শান্তি করিত্বে সকলে মনন করিল ; যে হেতু, তদ্রুপ গহিত কর্মেতে রোমি লোকের বড় অপরাধ হইল ; কেনন। নিমন্ত্রিত লোকদের অমর্যাদা ও অনিষ্ট কৰ্ম্ম অতি গহিত হয় । তৎ, পরে রৈামিলোকের সহিত তাহদের স^গাম হইয়া প্রথমে এক পক্ষের জয়’ হইলে পরে অন্য পক্ষের জয় হইল ; শেষেতে মরিব কিম্বা জয়ী হইব এম ত্ব নিশ্চয় করিয়া উভয় পক্ষের সৈন্য যুদ্ধ করিতে উদ্যত হইল - যুদ্ধারম্ভের পূৰ্ব্বে যে স্ত্রী সকল স্থত হইয়াছিল, তাহারা মুক্তকেশী ও গলিতবসনা হইয়া উভয় সৈন্যের মধ্যে বেগেতে প্রবেশ করিল । তাহার ੋ87 কতক ੋਸ਼ੀ লোক আপনাদের স্বামিকে যুদ্ধে নিবৃত্ত হইতে মিনতি করিল, ও কতক স্ত্রী মাপন পিতা ও ভাতাকে নিবৃত্ত হইতে বিনয় করিল তাহারণ ক্ৰন্দন ও আলিঙ্গন করিয়া বিনয় পূর্বক কহিল, যে আমাদিগের স্বামী বড় প্রেম করিয়া অামাদিগকে ভরণপোষণ করিতেছেন, অতএব এই ক্ষণে যুদ্ধ না হইয়া কুটুম্ববর্গের সহিত সন্ধি হউক। তাহাতে সাবিন লোক্টেরী রোমি লোকদের অপরাধ ক্ষমা