বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

久匀 করিতে স্বীকার করিল, এৰন্ত প্রবল অপরাধহইতে নিস্কৃতি পাইয়া রেশমি লোকের মহা সন্তোষ প্রাপ্ত হইল। এই প্রকারে তাহদের সন্ধি ও আত্মীয়তা হইলে তাঁহার বহু কাল পর্যন্ত সৌহার্দুে ও প্রণয়েত্বে কাল যাপন করিতে লাগিল । যখন রোম নগর অতিশয়.সৌষ্টবান্বিত ও ধনাঢ্য লোকাপকীর্ণ হইলুং তথ* রমুলের মৃত্যু স্কুইল। এব-২ রোমের দ্বিতীয় রাজা নুমাপঞ্জিলিয়ার্সনামে এক সাবিন ব্যক্তি ছিল। কতক লোক বলে যে রমুই পর্যকর্তৃক নিহত হয়, অন্য লোকেরা বলে যে তিনি জীবদ্দশাতেই স্বগীরাহণ করিলেন ; কিন্তু এই অসম্ভব বাক্যে প্রামাণ্যগুহ না করিয়৷ নুমার বিষয় কিছু যথার্থ বাক্য বলি । তিনি জ্ঞানী ও পরম ধাৰ্ম্মিক ছিলেন ; .“ཐ་ཧྥ་ཝང་། ठूोङग्न প্রাপ্ত না হইতে তিনি সন্তুষ্টরূপে কাল যাপন করিতেন। যখন রাজ সি%হাসন প্রাপ্ত হইতে আনীত হইলেন, তখন আসিতে চাহিয়াছিলেন না ; পরন্তু তাহার বন্ধু বান্ধবের অনেক “বিনয় করিলে তিনি আপন ইচ্ছ। রোধ করিয়া তাইণদের অভিলাষ পর্ণ করিতে ও রোম নগরের হিতার্থে রাজা হইতে স্বীকার করিলেন ; যেমন তিনি শরল স্বভাৰ প্ৰজা ছিলেন, তেমন উত্তম রাজা হইলেন । ৪৬ বৎসর পর্যন্ত তিনি নিষ্কণ্টকে রাজ্যভোগ করিয়াছিলেন, এবং রোম নগরের লেীষ্টবার্থে ও তম্বাসি লোকদের হিতাথে তিনি উত্তম ২ কর্ম করিয়াছিলেন ।