বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to তাহারণ ঐ শত্র যুদ্ধেতে ক্ষত ৰক্ষত হইয়া ও ব্যথিত হইল না, তথাপি দশক লোকেরাও তাছাদিগের রক্তধারণ দর্শন করিয়া অত্যন্ত দুঃখিত হইল। কিন্তু পরাক্রম প্রযুক্ত ঐ যোদ্ধার। শস্ত্রাঘাতের বেদন তুচ্ছ বোধ করিয়া কেবল জয়ের প্রতি মনোযোগ রাখিল । আলবা দেশের তিন ভাত বড় ক্ষতবিক্ষত শরীর’ হইলে রোমি সৈন্যের মধ্যে মহা উল্লাস ধূনি উঠিল, কিঞ্চিৎ বিলম্বে রোমি লোকদের দুই ভাত যুদ্ধ ভূমিতে পড়িয়া প্রাণত্যাগ করিলে অালৰ সৈন্যের মধ্যে ড়ে উল্লাস শবদ হইল। অতএব যুদ্ধে জয় ও পরাজয় চক্রের গতির ন্যায় জানিবা । অবশিষ্ট রোমি ভাত। বুঝিলেন, যে এখন সকল ভার অামার উপরে সমপিত হইল, তখন বড় শঙ্কার সময় হইলেও তিনি আশা রহিত হইলেন না ; কিন্তু বড় উৎসুক হইয়া भय्नrउ এক উপায় স্থির করিয়া বোধ করিলেন, মে যদি আমি একাকী তিন ব্যক্তির সহিত একদা যুদ্ধ করি,তবে পরাক্রমে জয় করিতে পারিব না ; অতএব কোন ছল করিতে হইল । ইহা মনেতে স্থির করিয়া তিনি পরাজুথ ব্যক্তির ন্যায় পালরিন করিলে রোমি’ সৈন্যগণ হাহাকার করিতে লাগিল ৮ কিন্তু হরাশি অন্যের বাক্যে মনোযোগ না করিয়া কেবল অপিনার কৰ্ত্তব্য বিষয়, চিন্তা করিলেন । পরে জয় যুক্ত তিন জন কুরিয়াশি তাহার পশ্চাৎ ২ ধাবমান হইল 1. ཐ་ན་ཙང་་ হরাশির অভিপ্রায় ও ইচ্ছানুসারে এক জন কুরিয়াশি অন্য দুই জনের অঙ্গুে তাহার নিকটে উপস্থিত হইল ; তাহাকে দেথিয় তিনি ফিরে দাঁড়াইয়ণ আপনার তাবৎ বুদ্ধি ও পরণক্রমেতে যুদ্ধ করিয়া তাহাকে বধ করিলেন । পরে অন্য ভাত। উপস্থিত হইলে শস্ত্রাঘাতে তাছাকেও তিনি বধ করিলে উভয় পক্ষেই এক ২ যোদ্ধা থাকিল ; অতএব রোমি