বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" थे.**^ সৈন্যের হাহাকার নিযুক্ত হইয় উল্লাসধুনি হইলে হরাশি অবশিষ্ট কুরিয়াশিকে স~হার করিলেন ; জাহাতে রোমি লোকদের অত্যন্ত আহ্বাদ হইল। তল হরাশি জয়যুক্ত হইয় আপন বন্ধু গণের নিকট যাইয় যে রূপ আৰুপদিত হইলেন, তাই কহিয়া জানান ষায় না ; কিন্তু তৎপরে যাহা ঘটনা হইল, তাহণ অতি দুঃখের বিষয় । যখন হরপশি রোম নগরে উপস্থিত হযূলন, তখন এক জন বুরিয়াশির কীরণ আপন ভগিনীকে বিলাপ করিতে দেখিলেন, যেহেতু ঐ ভগিনী তাহার উদেশ রান্নুত্ত হইয় ছিল। হরাশি এই রূপ দেখিয়া অত্যন্ত ক্রোধাৰুিষ্ট হইয়। তৎক্ষণেই ঐ ভগিনীকে হত্যা করিলেন । হায় হায় ত্রৈণধেতে কি পাপ না হয়। পরে ঐ * অপরাধ প্রযুক্ত বিচারকত্ত্বারা হরাশিয় প্রাণদণ্ড করিতে জাজ্ঞা করিলেন তখন তাহার বৃদ্ধ পূিত স্নেহ প্রযুক্ত বিচারকন্তর্গকে বিনয় করিয়া কহিলেন, যে ইহাকে পরাক্রমদ্বারা রোমি লোক শূন্য দেশকে অধীন করিয়াছে ও রোমি সৈন্যের অনেকের-খপ্রাণরক্ষা পাইয়াছে । *যদি ইনি আপন ভগিনীর ৱিলাপ সহ্য করিতেন, তৰে আমি ইহার কোন দণ্ড করিতাম। ৰিচারকত্তী ঐ ৰূদ্ধ পিত্তার ক্ৰন্দন দেখিয়া ও তাহার তরূপ ৰাক্য গুনিয়ন করুণাবিষ্ট হইয়র্ণ হরণশির অপরাধ ক্ষমা করিলেন ; কিন্তু হরাশি অতি য়ত্ত্বেতে যে সন্তুম পাইয়াছিলেন আহ ঐ কু কৰ্ম্মছার মজিন করিলেন, ইহাতে যে তাহার মনোদুঃখ হইল তাহাতে সন্দেহ নাই ।