পাতা:সত্য ইতিহাসসার.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*Not, ব্যৱস্থা বিধান করিতে র্তাহাকে অনুমতি করিলেন । তিনি যুনানের সাত জন বিজ্ঞতমের মধ্যে এক জন ছিলেন। এক । সময়ে তিনি লুদিয়া দেশের রাজা কুসকে এক উত্তম উত্তর করিলেন ; এই রাজা মহা ধনবান হইয়া আপনার সমস্ত ঐশ্বর্য সলোনকে দেখাইয়ণ কহিলেন, যে এই জগতের মধ্যে । 〈卒isT ব্যক্তিকে.তুমি মহা সুখী বোধ কর । তলহ শুনিয়ণ, সলোন উত্তর করিলেন, ফে আমার দেশুেতে এক উত্তম মানুষ যাহার' জীবন রক্ষা মাত্র প্রয়োজন ছিল, তাহাকেই আমি সৰ্ব্বাপেক্ষ মহা সুগ্ৰী বোধ করি। পুনৰ্ব্বার রাজ কহিলেন, যে তদ্ব্যতিরেকে আর কোন ব্যক্তিকে তুমি পরম সুখী করিয়া জ্ঞান করা? তথম প্লাজার অভিপ্রায় যে সলোন এই .বার আমার নাম করিৰে । তাহাতে সম্বোন উত্তর করিলেন, যে আমার দেশে এক ব্যক্তির দুই উত্তম পুত্র ছিল, যাহার। আপন মাতা পিতার শুশ্ৰুষা ও তদেশায়ের প্রতি সুেহ প্রযুক্ত প্রাণপণে উপকার করিল। তথন রাজা নিরাশ হইয়। কহিলেন যে তবে কি আমাকে সুখী করিয়া লক্ষ্য কর না? তাহাতে তিনি কহিলেন, যে মরণুের পর্ক্সে কাহাকেও সুখী বলা যায় না। কুস রাজ তাহার পরে যখন কুর নৃপকর্তৃক পরাজিত ও বন্ধনগুস্ত হইয়। রাজাজ্ঞায় দগ্ধহইতে শ্মশানেতে নীত ছিলেন マ52TaT তিনি সলোনের বাক্য স্মরণ করিয় উচ্চৈঃস্বরে কছিলেন, যে হে সলোনু হে সলোন। তথন কুর রাজা এই বাক্য শুনিয়া উহাকে জিজ্ঞাসা কুরিলেন, যে ইহার তাৎপৰ্য্য কি? তথন তিমি সলোনের তাবৎ কথা প্রকাশ করিয়া কহিলেন, এবণ কুর রাজা তাহাতে বড় হিত বোধ করিয়া কুসের প্রাণ রক্ষা করিলেন। এই রূপে সলোন এক রাজাকে আপন ৰাকস্বারা রক্ষা করিলেনও অপর রাজাঞ্চে হিত ৰোধ করাইলেন ।