বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| vరి$ যখন তিনি ব্যবস্থা প্রস্তুত করিতে আরম্ভ করিলেন তখন দ্রাকোর ব্যবস্থা স্থকিত করিয়া রাখিলেন, ও সকল লোকদের মধ্যে ধন সমান করিয় রাখিতে যত্ব করিলেন । তিনি আরিওপাগ নামে এক আদালত প্রস্তুত করিলেন, ঐ আদালত পৰ্ব্ব কালে প্রবল ; পরে সলোনের সময়ে দুৰ্ব্বল হইয়াছিল । সলোন ঐ আদালতে কেবল প্রধান ২ অধ্যক্ষ লোককে মযুক্ত করিয়া তাহার গৌরব বৃদ্ধি করলেন। তাহাতে অল্প দিবসেই তাজা মহামান্য হইন্স এবণ২ অাথিনী নগরের প্রধান অণদালত অাহাই ছিল । তাহার নামের অর্থ এই, আরিও কাৰ্ত্তিকেয়, পাৰ্গ পৰ্ব্বত এই উভয় পদ যুক্ত হইলে কাৰ্ত্তিকেয়ের পর্বত বোধ হয় । সলোন কর্তৃক অনেক উত্তম ও সরল ও উপযুক্ত ব্যবস্থা মিরূপিত ছিল ? অাথিনী । লোক ঐ সকল ব্যবস্থানুসারে ব্যবহার করিত ও ਚੋਂ তাহারণ জ্ঞানেতে ও ধৰ্ম্মেতে বড় তৎপর হইল । ইহাতে দেখ, যে এক মনুষ্যের প্রযত্ত্বেতে কত হিত হয় ,এব- সমগ্র দেশের জ্ঞান বৃদ্ধি হয় তাহ" কেবল নয় ; কিন্তু যে কলাকের। পূৰ্ব্বেতে লম্নটছিল তাহার। বিশিষ্ট-ও ধাৰ্ম্মিক হয় । য়ুনানী লোকদের মধ্যে সাত জন জ্ঞানী ছিলেন । মিলিੋਲੀ:- খালী, ও অাথিনীয় সলোন ও মিতিলিনীয় পিতাক, ও কোরিস্থীয় পেরিআন্দর, ও প্ৰিয়নীয় ব্যাস, ও রোদিন্থ লিন্দীয় কুিয়বুল, ও স্নাতীয় থিলো, এই সাত জনের মধ্যে থালী প্রধান ছিলেন ; তাহার সহিত সলোনের মিত্রতা ছিল। তিনি ফযিনিকীয় কামের বন্২শে উৎপন্নপছলেন, কিন্তু তাহার পিতা মাতা মিলিত নগরে বাস করিলে তিনি সেথানে জন্মিয়াছিলেন । অন্য প্রাচীন লোকদের মতে তিনি জ্ঞান প্রাপ্তির নিমিত্তে অন্য ২ দেশে অর্থাৎ কুীতা ও ফযি